Career Development Centre (CDC) > Be a Leader

ইন্সপায়ারিং স্টোরী

(1/1)

M Z Karim:
জীবনে এমন কিছু মূহুর্ত আসে যার কোন ব্যাখ্যা আমাদের এই জাগতিক পৃথিবীতে পাওয়া যায় না। এমন কিছু ঘটনা ঘটে যা আপনি আমরা ডেজার্ভ করি না। কিন্তু আমরা চাই বা না চাই, ডেজার্ভ করি বা নাই করি-এমন কিছু মূহুর্ত বা ঘটনার সম্মুখে আমাদের প্রত্যেকের ই দাড়াতে হয়...

আমরা প্রায় ই হিসাব মেলাতে বসি- কি পেলাম, কি পেলাম না।
         কি ছিলাম, কি হয়েছি, কি হবার কথা ছিল অথবা কেন হলনা অমন...
         কেন অমুকের এত অঢেল টাকা, দামি গাড়ি-বাড়ি আর সুন্দরী স্ত্রী রয়েছে কিন্তু কেন আমার নেই!
         কেন অমুকের এত সুন্দর চেহারা-আর সালমান খানের মত ফিগার আছে কিন্তু আমার কেন নেই!
         কেন অমুক গুগল এডসেন্স আর ফ্রিল্যান্সিং করে এত টাকা কামাচ্ছে আর আমি কেন এত কষ্ট করে ও স্বচ্ছলতার মুখ দেখি না!
         কেন সোহান রাহাত-বিল্লাহ মামুন-নাবিল আমিন-হাসিব-হাসান জোবায়ের ভাই এত সুন্দর টিউন লিখে কিন্তু আমি কেন ওদের মত পারি না!
         কেন অমুক এত সুন্দর স্মার্টলি নেটিভ ইংরেজী বলে অথচ আমি এমনকি বাংলা ও ঠিকমত বলতে পারি না!

এরকম অনেক “কেন” এর উত্তর খুজে চলি আমরা প্রতিনিয়ত আর হীনমন্যতায় ভুগে হতাশ হয়ে থাকি...

কিন্তু সব “কেন” এর  উত্তর মেলে না এত “কেন”র উত্তর খুজতে গিয়ে আরো হতাশ হয়ে পড়া টা কোন কাজের কথা নয়।

আমরা অনেকে সময় নষ্ট করি এই ভেবেঃ
        কি পেলাম-কি হারালাম-কি পাবো না...কিন্তু মূল কথা হচ্ছে যেটুকু পেয়েছি, যেটুকু আছে তার কতটুকু কাজে লাগাতে পারলাম!

আমার ১ কোটি টাকা আছে কিন্তু সেটা কে যদি কোন কাজে না লাগিয়ে অপচয় করি তো সেই ১কোটি টাকার কোন মূল্যই নেই। আবার যদি ১০০০টাকা থাকে এবং সেই টাকা কোন কাজে লাগাতে পারি তো সেটাই সার্থক...
ব্যাপারটি শুধু টাকার ক্ষেত্রেই নয়, জীবনের সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।
ডেল কার্নেগীর প্রতিপত্তি ও বন্ধুলাভ নামক বইটিতে সুন্দর একটি কথা আছে যা আমার ভীষন প্রিয়। আপনাদের ও ভাল লাগবে-" “জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা”
আমরা বেশিরভাগ সময়গুলোতে শুধু না পাওয়ার হিসাব ই মেলাতে থাকি, তাই কি পেয়েছি বা কি আছে সেটা ভুলে যাই।
আপনার আশে-পাশে একটু তাকিয়ে দেখুন। অনেক মানুষ পাবেন যারা আপনার থেকে ও অনেক খারাপ অবস্থানে আছে। সৃষ্টিকর্তার শোকর করুন যে তিনি আপনাকে তাদের থেকে ভাল অবস্থানে রেখেছেন।

অর্ধেক পানিতে ভর্তি একটি গ্লাস দেখে আমরা কেউ বলি, এটা অর্ধেক খালি। আবার কেউ বলি গ্লাসটি অর্ধেক পানিতে ভর্তি!
ফারাক টা আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনার কিছু যদি না ও থাকে তাতে ও ঘাবড়াবার কিছু নেই, আপনি শুন্য থেকেই সবকিছু শুরু করুন।
জীবন টাকে আমরা একটি বহুতল ভবনের সাথে তুলনা করতে পারি। আমরা এক লাফে শেষ মাথায় পৌছানোর চেষ্টা না করে বরং সিড়ির প্রথম ধাপে পা দেবার মাধ্যমেই আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি ।

sonia_tex:
nice tips sir....thanks :)

Narayan:
Excellent........
Thanks for sharing....

arefin:
Really Inspiring, Thanks a lot sir.

Razon Mahmood:
Motivating post.....Our every single thought is creating our future. If you say "I can not...I can not.....I can not" ...This every single CAN NOT is creating your future. How much you are attracting something whether positive or negative, you are making that positive or native thing happen faster. So try to find the POSITIVE.

Navigation

[0] Message Index

Go to full version