Faculties and Departments > Faculty Forum

গেইমিং পিসি আনছে ওয়ালমার্ট

(1/4) > >>

mominur:
গেইমিং পিসি ব্যবসায় নাম লেখাতে যাচ্ছে ওয়ালমার্ট। শীঘ্রই নতুন গেইমিং ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার উন্মোচন করবে মার্কিন রিটেইলার জায়ান্ট প্রতিষ্ঠানটি। সোমবার ওয়ালমার্টের পক্ষ থেকে বলা হয় ইস্পোর্টস অ্যারেনা’র সঙ্গে অংশীদারিত্ব করেছে তারা। ইস্পোর্টস-এর সঙ্গে অংশীদারিত্বে তিনটি ল্যাপটপ ও তিনটি ডেস্কটপ কম্পিউটার বাজারে আনবে ওয়ালমার্ট-- খবর প্রযুক্তি সাইট সিনেটের। বিশেষভাবে গেইমারদের জন্যই বানানো হবে কম্পিউটারগুলো। নতুন এই গেইমিং পিসির নাম বলা হচ্ছে ‘ওভারপাওয়ার্ড’। উন্মোচন করা হলে ওয়ালমার্ট ডটকম থেকে নতুন এই পিসিগুলো কিনতে পারবেন গ্রাহক। সিনেটের প্রতিবেদনে বলা হয়, গেইমিং পিসিগুলোতে ইনটেল কোর আই৭ প্রসেসরের সঙ্গে ৩২ গিগাবাইট র‍্যাম ব্যবহার করা হবে। উচ্চ ক্ষমতার এইচডিডি’র সঙ্গে এসএসডি এবং ১০৮০টিআই এনভিডিয়া জিফোর্স জিটিএক্স গ্রাফিক্স কার্ড রাখা হতে পারে কম্পিউটারগুলোতে। এছাড়া ভার্চুয়াল রিয়ালিটি সমর্থন করবে এমন করেই বানানো হবে কম্পিউটারগুলো।
ইতোমধ্যেই সাইটে কম্পিউটারগুলোর প্রি-অর্ডার নিতে শুরু করেছে ওয়ালমার্ট। ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। আর ডেস্কটপের মূল্য শুরু হচ্ছে ১৩৯৯ ডলার থেকে।

Mir Kaosar Ahamed:
wow

murshida:
 :)

murshida:
 :)

murshida:
 :)

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version