Prepare bank Job 1

Author Topic: Prepare bank Job 1  (Read 1457 times)

Offline zafrin.eng

  • Sr. Member
  • ****
  • Posts: 390
  • Test
    • View Profile
Prepare bank Job 1
« on: November 03, 2018, 05:44:19 PM »
#ফোকাস_রাইটিং_প্রস্তুতিপর্ব_২

ব্যাংক জব এক্সামে ফোকাস রাইটিং পর্বে দুটো ফ্রি হ্যান্ড রাইটিং থাকে। একটি বাংলা, আরেকটি ইংরেজি। এই দুটোতে ৫০-৬০ মার্কস অবশ্যই থাকবে। অর্থাৎ রিটেন পরীক্ষার চার ভাগের একভাগ মার্কস এখানেই। তাই এর প্রস্তুতি ব্যতিরেক ব্যাংক জব পাওয়ার চিন্তা এ যুগে বোকামি। শুধু তাই নয়, যারা বলে ব্যাংক জবে ম্যাথ লাগে তারাও এখন এই পার্টে মনোযোগী। বিশ্বাস না হলে ম্যাথে চ্যাম্পিয়ন বাট ফোকাস রাইটিং এ দুর্বলদের হাল দেখলেই বুঝবেন। এবার আসি মূল কথায়, এই ফোকাস রাইটিং দুটোর ভাষা ভিন্ন হলেও কন্টেন্ট সেইম হয়। দুটো রচনাতেই ডাটা থাকতে হয় তবেই ভাল মার্কস আসে। দুটোতেই আপনি যদি ভাষাশৈলী কিংবা ব্যাকরণে এগিয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই। এর সাথে কিছু টপিক রিলেটেড তথ্য দিয়ে দিলেই হল। আর যদি ব্যাকরণ কিংবা ভাষার প্রয়োগে দুর্বল হন তবে সেটা কাটিয়ে উঠতে আশ্রয় নিন পত্রিকার কলামের। মনোযোগ দিয়ে কলামিস্টদের লেখার স্টাইল দেখলেই বুঝবেন অত্যন্ত দক্ষতার সাথেই তারা ভাষা ও তথ্য প্রয়োগ করেন। এবার আসুন দেখি কিভাবে রচনায় ভাষার ব্যবহার করব।