Prepare bank Job 2

Author Topic: Prepare bank Job 2  (Read 1415 times)

Offline zafrin.eng

  • Sr. Member
  • ****
  • Posts: 390
  • Test
    • View Profile
Prepare bank Job 2
« on: November 03, 2018, 05:44:44 PM »
 #ভাষার_ব্যবহারঃ

বাংলা হোক ইংরেজি হোক ফোকাস রাইটিং এ ভাষার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ । যদি পরীক্ষায় ফোকাস রাইটিং আসে "পদ্মাসেতুর অর্থনৈতিক গুরুত্ব" তবে তার শুধুই অর্থনৈতিক গুরুত্ব লেখার শুরুতেই এভাবে আকর্ষণীয় করে লেখুন-

"মেগাপ্রজেক্ট পদ্মাসেতু নির্মাণের উপর নির্ভর করছে দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। পদ্মা বহুমুখী সেতু চালু হলে একদিকে যেমন শিল্পায়ন ও বানিজ্যিক কর্মকান্ড বৃদ্ধি এবং অর্থনৈতিক ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে অন্যদিকে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রায় তিনকোটি মানুষের জীবনে পরিবর্তন আসবে। অর্থাৎ জাতীয় জীবনে পদ্মাসেতু আগামী দিনের উন্নত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড রুপে প্রতীয়মান হবে।"

এরপর প্যারা করে তথ্য দিতে থাকুন। তথ্য দিতে গিয়ে হাইফেন, সেমিকোলন, দাড়ি, কমা এসবের ব্যবহার সঠিক ভাবে করুন। মনে রাখবেন যিনি ফোকাস রাইটিং পার্ট দেখছেন উনি কোন কিছুই খুঁটিয়ে দেখতে ছাড়ছেন না। অতএব এসব ভুল কাটিয়ে উঠতে বেশি বেশি লেখুন।