General Knowledge E

Author Topic: General Knowledge E  (Read 1573 times)

Offline zafrin.eng

  • Sr. Member
  • ****
  • Posts: 390
  • Test
    • View Profile
General Knowledge E
« on: November 03, 2018, 06:10:04 PM »
৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন মহাসচিব - কুমি নাইডো।
৪২. আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- " প্রজেক্ট লুন"।
৪৩. MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।
৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি।
৪৫. কফি আনানের আত্মজীবনী - " Interventions: A life in war & Peace "।
৪৬. "মিন্দানাও দ্বীপ" অবস্থিত -ফিলিপাইনে।
৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে -ইংল্যান্ড।
৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে - সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
৫০. "Starry Sky-2" নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে - চীন।