Bangladesh > Positive Bangladesh

Countdown: 1 day Remaining, Vote for Sunderban

(1/1)

M Z Karim:
ভোট দেওয়া যাবে চার ভাবে
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে তিনটি মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ আছে। এক. ইন্টারনেটে www.new7wonders.com বা www.n7w.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Vote-এ ক্লিক করে ২৮টি স্থানের মধ্যে সাতটি স্থান পছন্দ করে ভোট দেওয়া যাবে। এ ক্ষেত্রে একটি ই-মেইল ঠিকানা থেকে একটি ভোট দেওয়ার সুবিধা রয়েছে।

দুই. টেলিফোন করে শুধু সুন্দরবনকে ভোট দেওয়া যাবে। এ ক্ষেত্রে +১ ৮৬৯ ৭৬০ ৫৯৯০, +১ ৬৪৯ ৩৩৯ ৮০৮০, +৪৪ ৭৫৮ ৯০০ ১২৯০—এই তিনটি নম্বরের যেকোনো একটিতে কল করলে বার্তা শোনা যাবে। বার্তার পর একটি সংকেত দেওয়া হবে। এরপর ৭৭২৪ নম্বর চেপে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়া যাবে।

তিন. মুঠোফোনের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমেও ভোট দেওয়া যাবে। যেকোনো মুঠোফোনে SB লিখে পাঠাতে হবে ১৬৩৩৩ নম্বরে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা ৩০ পয়সা খরচ হবে। আর প্রতিটি এসএমএস ভোটই গণনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচনের জন্য পৃথিবীর যেকোনো জায়গা থেকে মোবাইল ফোনের মাধ্যমে ভোট দেওয়া যাবে। মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে sundarbans লিখে +২৪৮৯৮৮৮৮৮ নম্বরে পাঠাতে হবে।

আর বাংলাদেশের নাগরিকেরা sb লিখে ১৬৩৩৩ নম্বরে এসএমএস করে সুন্দরবনকে ভোট দিতে পারবেন।

jas_fluidm:
thanks sir.

Navigation

[0] Message Index

Go to full version