উল্কা থেকেই পৃথিবীতে পানির আবির্ভাব ঘটে

Author Topic: উল্কা থেকেই পৃথিবীতে পানির আবির্ভাব ঘটে  (Read 1661 times)

Offline Mrs.Anjuara Khanom

  • Sr. Member
  • ****
  • Posts: 474
  • Test
    • View Profile
বেশিরভাগ উল্কাতে বরফ থাকে। সেখান থেকেই পৃথিবীতে প্রথম পানির আগমন হয়েছিল।

 
সূর্যের অতিরিক্ত গ্যাস আর উল্কাপাতের মিলনে পৃথিবীতে প্রথম পানির আবির্ভাব হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরিজোনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই তথ্য জানা গেছে। খবর এনডিটিভির।
 
গবেষকরা বলছেন, বেশিরভাগ উল্কাতে বরফ থাকে। সেখান থেকেই পৃথিবীতে প্রথম পানির আগমন হয়েছিল।
 
আরিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিট বুসেক বলেন, ‘সৌরমন্ডল তৈরীর সময় কীভাবে পানির আবির্ভাব হয়েছিল তা সম্পূর্ণ অন্যভাবে ভাবা যেতে পারে।’
 
‘হাইড্রোজেল ও অস্কিজেনের সংমিশ্রণ পানি। পৃথিবীতে হাইড্রোজেনের যে কোন উৎপত্তিস্থল থেকে পানির আগমন হতে পারে।’ বলেন তিনি।
 
নতুন এই তত্ব সৌরমন্ডলের উৎপত্তির প্রচলিত ধারনাকে সমর্থন করে। এই গবেষণার ফল সত্যি হলে সৌরমন্ডলের বাইরে প্রাণ থাকার সম্ভাবনা বেড়ে যাবে।
 
এখনো পর্যন্ত বিভিন্ন নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণরত বহু গ্রহ খুঁজে পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এই গবেষণা সেখানে প্রাণ থাকার সম্ভাবনা বাড়িয়ে দিল।
 
ইত্তেফাক/
Mrs, Anjuara Khanom
Library Assistant Officer,
Daffodil International University
DSC Campus
02224441833/34

Offline fahad.faisal

  • Hero Member
  • *****
  • Posts: 734
  • Believe in Hard Work and Sincerity.
    • View Profile
Fahad Faisal
Department of CSE