Faculty of Humanities and Social Science > English
কবিতা
(1/1)
Al Mahmud Rumman:
জুয়া
রুম্মান মাহমুদ
লোকটা যেদিন জুয়া খেলে অনেক টাকা জেতে, সেদিন ফেরার পথে ছেলের জন্য কেনে ছানার সন্দেশ
মেয়েটার জন্য লাল চুড়ি। বাড়ি ফিরে বুড়ো বাপের পা টিপে দিতে দিতে তলিয়ে যায় অঘোর ঘুমে
গেল বছর বিষ খেয়ে মরে যাওয়া স্ত্রী স্বপ্নে এসে তার মাথায় হাত বোলায়, গুনগুন গান শোনায়।
লোকটা যেদিন জুয়ায় সব হারায়, সেদিন ধার করে মদ কেনে
টালমাটাল হয়ে ফেরার পথের প্রতিটা গাছ জড়িয়ে ধরে কান্না করে
অশ্রাব্য অভিসম্পাত করে এখনো বিষ খেয়ে মরে না যাওয়া বাপকে
মৃত বউয়ের নাম ধরে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে সে আকাশে ঢলে পড়ে।
সারারাত দাওয়ায় বসে অপেক্ষা করে বুড়ো বাপ
লোকটা হেরে গেলে উঠানে খুব জ্যোৎস্না হয়।
liza Sharmin:
লোকটা হেরে গেলে উঠানে খুব জ্যোৎস্না হয়
masud.ged:
ভাল লাগল স্যার।
Al Mahmud Rumman:
Thanks a lot for your comments.
Navigation
[0] Message Index
Go to full version