ধূ‘সর কুয়াশা

Author Topic: ধূ‘সর কুয়াশা  (Read 1461 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 184
  • Test
    • View Profile
ধূ‘সর কুয়াশা
« on: November 26, 2018, 01:49:27 PM »
ধূ‘সর কুয়াশা
                -
সত্য কথা লিখব কি করে? 
রীতি নীতির কাছে বশ্যতা স্বীকার করে-
ছ্যাঁ‘তুর নামে চলতে হয় আমাদের।।
 
ঝঁক ঝঁকে তলোয়ারকে ভোঁতা বানাতে হয়;
জ্ঞাণীদের ভয়ে, ধিক্কারের শংকায় ;
লুকিয়ে ফেলতে হয় লেংটির ভাজেঁ ।।

স্মৃতির কথাগুলো ধূ‘সর অমানিষ্যায়;
লীলাবতীর ব‘গলে ঢাকা পড়ে থাকে
বঞ্চনার দিঘল দীঘিতে ।।

কালের ভাবনা এখন কালান্তরে-
জীবন জ্ঞীগাসায়;
মরণোত্তর স্লোগানে।।

প্রলাপের ঝুঁকে, ভুল-বাগীতায়
কবিতা হয়ে যায়;,
বর্গীদের তামাশার খোরাক।।

জীবনের জয় গান নয়
প্রাণের স্পন্দন চলবে না; 
চলবে বায়ূ নিঃস্বরণ…..।।
« Last Edit: November 27, 2018, 11:07:56 AM by Mohammad Nazrul Islam »