Faculty of Engineering > Textile Engineering
Human and Mathematics.
(1/1)
Reza.:
আমরা আমাদের চিন্তা ভাবনা গুলো কত নিখুঁত ভাবে প্রকাশ করতে পারি তাই নিয়ে ভাবতেছিলাম। লেখার মাধ্যমে অনেক কিছুই প্রকাশ করা যায়। এখানে ইন্সটুমেন্টের সাহায্য সব থেকে কম দরকার পড়ে। কলম ও কাগজ হলেই যথেষ্ট।
আবার ছবির মাধ্যমেও অনেক কিছু প্রকাশ করা সম্ভব। কেউ কেউ কবিতা বা গানের মাধ্যমেও অনেক সুক্ষ জিনিষ প্রকাশ করেন। সিনেমা বা মুভি অর্থাৎ ভিডিওর মাধ্যমেও অনেক শক্তিশালীভাবে অনেক কিছু প্রকাশ করা সম্ভব।
পুরোপুরি নিখুঁত ভাবে কিভাবে নিজের বক্তব্য প্রকাশ করা যায় - দক্ষতা সেখানেই।
আমাদের মনে কত কিছু আসে। আমরা কিভাবে সেগুলোকে নিখুঁত ভাবে প্রকাশ করতে পারি? বিশেষত লেখার মাধ্যমে?
গাছের রঙ সবুজ। আবার পরনের কাপড়ের রঙও সবুজ হতে পারে। আমরা জানি যে নীল ও হলুদ রঙ এক সাথে মিশালে সবুজ রঙ হয়।
গাছ হয়তো নীলাভ সবুজ আর জামাটা হয়তো হলদেটে সবুজ।
লেখার মাধ্যমে এই সবুজের পার্থক্য বুঝাতে গেলে অংক চলে আসে। এই ক্ষেত্রে লিখতে হবে ৭০% নীল ও ৩০% হলুদ মিশালে যে রঙ হবে সেই রকম নীলাভ সবুজ। অথবা ৪০% নীল ও ৬০% হলুদ মিশালে যে সবুজ হবে সেই রকম হলদেটে সবুজ।
হয়তো কোন সবুজের মধ্যে লালচে আভা আছে। কোনটা হয়তো হাল্কা কোনটা গাঢ় রঙের। তাই যতই অংকের সাহায্যে লিখতে চাই না কেন বর্ণনা বৃহৎ থেকে বৃহত্তর হয়ে চলবে।
কতটুকু মন খারাপ কতটুকু মন ভাল এইটা কিভাবে অংক দিয়ে বোঝানো যাবে?
আমরা চাই সব কিছু নিখুঁত ভাবে প্রকাশ করতে। বেশীর ভাগ ক্ষেত্রেই অঙ্কের সাহায্য নিতে হবে।
মানুষ সব সময়ই আবেগপ্রবন হয়। আবার সে সব কিছু নিখুঁত হোক তাই চায়। কিন্তু অংক একটি আবেগহীন বিষয়। কিন্তু এইটা দিয়ে নিখুঁত হিসেব সম্ভব। তাই মানুষ অংক পছন্দ না করলেও অংক মানুষের সাথে মিশে আছে প্রতি সূক্ষ্মতায়।
Kazi Rezwan Hossain:
Nice Writing, sir
parvez.te:
Nice Writing, sir
Md. Al-Amin:
Math is essential for life.
Reza.:
Thank you for your comments.
Navigation
[0] Message Index
Go to full version