IT Help Desk > IT Forum
এবার বন্ধ করে রাখা সব ওয়েব সাইট ব্রাউজ করুন &
(1/1)
Sultan Mahmud Sujon:
অনেক সময় দেখা যায় যে অনেক ওয়েব সাইটে ঢুকতে পারিনা কারণ আমাদের দেশের সরকার বন্ধ করে রাখে যেমন এক সময় Facebook বন্ধ করে রেখেছিলো । এই কথা জানেনা খুব কম লোকই । সে সময় কিন্তু আমাদের দেশে অনেকেই ব্যবহার করতো বিভিন্ন উপায়ে । তো আমি আজ আপনাদের সাথে এমন একটা ব্রাউজারের পরিচয় করিয়ে দেব যা দিয়ে সহজে আমাদের দেশের বন্ধ থাকা ওয়েব সাইট ব্যবহার করতে পাররে।
www.torproject.googlecode.com
ডাউনলোড হয়ে গেলে সফটওয়ারটির উপর ডাবল ক্লিক করুন এবং লোকেশনটা দেখিয়ে Extract করুন কমপ্লিট হলে যেখানে লোকেশনটা দেখিয়ে দিয়েছেন সেখানে যান Tor Browser নামে একটা ফেডার আছে ওর ভিতর থেকে Start Tor Browser ক্লিক করুন। এবং উপভোগ করুন ।
goodboy:
Fantastic!!!!! It's a very useful post. I've downloaded it. Thank you.
Sultan Mahmud Sujon:
:)
Arif:
genius....
Sultan Mahmud Sujon:
ok
Navigation
[0] Message Index
Go to full version