Faculty of Allied Health Sciences > Pharmacy
ক্যানসার চিকিৎসায় ভিআর পদ্ধতি
(1/1)
farjana aovi:
ক্যানসার চিকিৎসায় ভিআর পদ্ধতি
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি ক্যানসার কোষের ভার্চ্যুয়াল রিয়্যালিটি (ভিআর) থ্রিডি মডেল তৈরি করেছেন। এর ফলে প্রতিটি ক্যানসার কোষকে বিভিন্ন কোণ থেকে বিস্তারিত দেখা ও সে সম্পর্কে জানা সম্ভব হবে। এতে ক্যানসার সম্পর্কে ভালো ধারণা পাওয়ার পাশাপাশি নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন সম্ভব হবে বলে গবেষকেরা দাবি করেছেন।
ক্যানসার রিসার্চ ইউকে কেমব্রিজ ইনস্টিটিউটের (সিআরইউকে) পরিচালক গ্রেগ হ্যানন বিবিসিকে বলেছেন, এক রোগীর কাছ থেকে টিউমারের নমুনা নেওয়া হয়। এর প্রতিটি কোষের ম্যাপ তৈরি করা হয়। এর আগে কেউ ক্যানসার কোষের গঠন নিয়ে এত বিস্তারিত গবেষণা করেনি। ক্যানসারকে দেখার নতুন পদ্ধতি এটা।
গবেষকেররা এক মিলিমিটারের একটি স্তন ক্যানসার টিস্যু নেন। এতে প্রায় এক লাখ কোষ ছিল। গবেষকেরা প্রতিটি কোষের আণবিক গঠন বের করেন। এরপর ওই ক্যানসারের ভিআর সংস্করণ তৈরি করেন তাঁরা। এর ফলে বিশ্বের যেকোনো জায়গা থেকে একসঙ্গে একাধিক ব্যবহারকারী ক্যানসার পরীক্ষা করতে পারবেন। ভিআরে দেখার সময় এক কোষ থেকে আরেক কোষে যেতে পারবেন ব্যবহারকারী।
Source: Prothom Alo
Navigation
[0] Message Index
Go to full version