Educational > You need to know

অতিরিক্ত সেলফি তোলা মানসিক রোগের লক্ষণ!

(1/1)

Md. Abul Bashar:
অতিরিক্ত সেলফি তোলা মানসিক রোগের লক্ষণ!

সেলফি এখন আর অভ্যাস নয়, মানসিক রোগে পরিণত হয়েছে। ভারতীয় পত্রিকা নিউজ এইটিন জানাচ্ছে এমন তথ্য। সেলফি তুলতে ঝুঁকি নিতেও পিছপা হচ্ছেন না অনেকে। সেলফি ম্যানিয়া নিয়ে সমীক্ষা চালিয়ে এমনই ভয়াবহ ছবি তুলে ধরছেন ভারতীয় চিকিৎসকরা। মানুষের মধ্যে নিজের ছবি তোলার এই অত্যধিক প্রবণতাই কপালে চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসকদের। সেলফির প্রতি এই বাড়াবাড়ি আকর্ষণের ফলে কী ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা হচ্ছে সেটি জানাচ্ছেন তারা।


    সেলফিতে বাড়ছে উদ্বেগ। সেলফি তোলার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা, সেখানে বারবার কমেন্ট ও লাইক দেখা-সবকিছুই এই উদ্বেগের অংশ।
    আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে মানুষ। সেলফি তোলা ও সেটি পোস্ট করতে এত মনোযোগ দিচ্ছে তারা, যে আশেপাশের সবার সঙ্গে সুন্দর সময় কাটানো দুরূহ হয়ে পড়ছে তাদের জন্য।
    সোশ্যাল মিডিয়ায় প্রশংসা না পেলে কমছে আত্মবিশ্বাস।
    অন্যের মনোযোগ আকর্ষণের চেষ্টা বাড়ছে, যা বাড়াচ্ছে অবসাদ।

Source: http://www.banglatribune.com/lifestyle/news/

Abdus Sattar:
কথাটির সাথে সহমত পোষন করছি।

Anuz:
 সহমত............. :(

Navigation

[0] Message Index

Go to full version