Science & Information Technology > Technology News

এলো গুগল ক্রোম ৭২

(1/1)

dulal.lib:
ক্রোম ব্রাউজারের নতুন আপডেট উন্মুক্ত করেছে গুগল। ত্রুটি সারানোর পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার যোগ হয়েছে ক্রোম ৭২ সংস্করণে।

এক্সাটার্নাল স্টোরেজ সমর্থন আনা হয়েছে নতুন সংস্করণের অ্যান্ডয়েড অ্যাপে। ফলে ক্রোম ব্রাউজারে থেকে মাইক্রোএসডি কার্ড ও ইউএসবি ড্রাইভে ডেটা আদান প্রদান করা যাবে। এ ছাড়া ক্রোম সাইটগুলোর জন্য যোগ হয়েছে পিকচার-ইন-পিকচার মোড।
আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ট্যাবলেট মোডে টাচস্ক্রিন ডিভাইসগুলোর জন্য আগের চেয়ে বেশি সহায়ক করা হয়েছে ক্রোম ৭২। আর অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য যোগ করা হয়েছে অ্যাপ শর্টকাট।
গুগলের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে বলা হয়, “গ্রাহক অ্যান্ড্রয়েড অ্যাপে কিছুক্ষণ চেপে ধরে রেখে বা রাইট-ক্লিক করে অ্যাপ শর্টকাট বের করতে পারবেন।”
নতুন আপডেটের মাধ্যমে আরও বেশি ক্রোমবুক ডিভাইসে আনা হয়েছে গুগল অ্যাসিস্টেন্ট ও অ্যান্ড্রয়েড ৯ পাই।
ক্রোম ৭২-এর নতুন ফিচার তালিকায় যোগ হয়েছে গুগল ড্রাইভ ব্যাকআপ ফিচারও। এর ফলে মাই ড্রাইভ বা মাই কম্পিউটার মেনু অপশনে গুগল ড্রাইভের ব্যাকআপ ফাইল দেখতে পারবেন গ্রাহক।
সামনের কয়েক সপ্তাহ ধরে আপডেটটি বিভিন্ন ডিভাইসের জন্য আনা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Navigation

[0] Message Index

Go to full version