Faculty of Engineering > Textile Engineering
Criticism: Part-I
subrata.te:
ইংরেজিতে একটা কথা প্রচলিত আছে, "If it ain't broke, don't fix it". কিন্তু তাই বলে কি এটাকে ঘষামাজা করে আরো সুন্দর করা যায় না? অবশ্যই যায় । কোন কিছু সম্পর্কে বলতে গেলে আমরা প্রথমেই চিন্তা করি এর ভালো দিক কি? বা কোন কাজে লাগবে? যদি এর কমতি দেখা যায় তাহলে আমরা দূরে থাকি । কিন্তু এমনটা কি ঠিক? অবশ্যই না । এর জন্য আপনাকে মহাপণ্ডিত বা বিজ্ঞজন হবার দরকার নেই । আমরা সবাই কোন না কোন বিষয় সম্পর্কে ভালভাবে জানি । মোটামুটি সে বিসয় সম্পর্কে কমবেশি ভালো জ্ঞানও রাখি । কিন্তু সেই বিষয়ে কেউ ভুলত্রুটি ধরিয়ে দিলে তা থেকে দূরে সরে যাই বা পালিয়ে যেতে চাই ।
আমাদের উচিত নিজের চেনা জগতের ভুলগুলো বা তথ্যগত ত্রুটিগুলো শুধরে নিতে সাহায্য করা । ভুল ব্যাখ্যা থাকলে তা শুধরে নেয়া । নইলে একদিন আপনার নিরবতা হাজারটা ভুলকে শক্ত খুঁটি বানিয়ে দিবে আপনারই সমাজে, আপনি না হয় পার পেয়ে গেলেন, কিন্তু এর দায় এড়াবেন কি করে? পরবর্তী প্রজন্ম কি এই ভুলের স্তূপের মধ্য থেকে বের হবার রাস্তা পাবে?
তো বিষয় হলো, এই যে কেউ একজন আপনার ভুল ধরিয়ে দিলো, বা আপনার জানা জিনিসটাকে অস্বীকার করলো বা এর প্রতিবাদ জানালো, যাকে এক কথায় আমরা সমালোচণা বলি, এই সমালোচনা বা Criticism ব্যাপারটা আমরা সহজে হজম করে পারি না বা positively নিতে পারি না । অথচ জীবনে চলার পথে এই সমালোচনাকেই সঙ্গী করে এগিয়ে যেতে হবে । প্রতিটি পদক্ষেপেই আমাদেরকে সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়, তা সে হোক কর্মক্ষেত্র, বন্ধুসমাজ কিংবা পরিবার ।
তাই কারা আপনার সমালোচক? কিধরনের লোক কেমন সমালোচনা করবেন? আপনিই বা কিভাবে যৌক্তিক সমালোচনা করবেন? কিভাবে সমালোচনা গ্রহন করবেন? এসব বিষয় নিয়ে আপনার একটা দর্শন থাকা দরকার ।
parvez.te:
Nice writing, sir....
subrata.te:
Thank you, Sir.
Kazi Rezwan Hossain:
Thanks for Sharing
Sharminte:
nice writting
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version