IT Help Desk > IT Forum

কপি প্রটেক্ট ওয়েবসাইট থেকে যেভাবে টেক্সö

(1/1)

Sultan Mahmud Sujon:
আমরা অনেক সময় অনেক দরকারি টেক্সট অন্য সাইট থেকে কপি করতে পারি না,কারন ওই সাইট এর এডমিন দেখা যায় রাইট বাটন বন্ধ করে রেখেছে।চিন্তা করবেন না।উপায় তো আছেই।আমি আপনাদের শুধু ফায়ারফক্স এর সিস্টেম টা দেখাব।প্রথমে আপনার ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন।এখন টুলস থেকে অপসান এ যান তারপর নিচের ছবির মত


Enable Java Script] এ যে মার্ক করা আছে ওটা উঠিয়ে দিন।এবং ওকে করুন।আপনার কাজ শেষ।সত্যিই কাজের কিনা তা দেখার জন্য প্রথমে সাধারনভাবে www.amarsong.blogspot.com এ যান এবং দেখবেন আপনি এই সাইট এর কোন টেক্সট কপি করতে পারছেন না।এবার উপরের নিয়ম অনুসারে যেয়ে দেখবেন আপনি যেকোনো লেখা কপি করতে পারছেন।

অনেকে হয়তবা কিভাবে আপনার লেখা চুরি থেকে রক্ষা করা যায় সেই উপায় শিখিয়েছিলেন।আসলে ওইটাও যেমন কাজের তেমনি এইটার ও দরকার আছে।J

আজ আর নয়।কমেন্ট করে জানাবেন কাজ হচ্ছে কিনা। অনেক সময় অনেক দরকারি টেক্সট কপি করা যায় না।বিশেষ করে স্টুডেন্ট দের কাজে লাগবে।

Navigation

[0] Message Index

Go to full version