Faculty of Allied Health Sciences > Pharmacy
Centella asiatica (নয়নতারা)
(1/1)
Asif.Hossain:
লিউকেমিয়া ক্যান্সার নিরাময়ে নয়নতারা
নয়নতারা একটি গন্ধহীন ছোট ফুল. এটি মাদাগাস্কার শম্বুক নামে পরিচিত ।
পরিবার : Apocynaceae
বোটানিক্যাল নাম: Vinca rosea
নয়ন তারা বহুবর্ষজীবী উদ্ভিদ । গাছ খুব বেশী বড় হয় না । ২-৩ ফুট উচ্চতা পর্যন্ত গাছের বৃদ্ধি হয়ে থাকে । সারা বছরই ফুল ফুটে থাকে । বাংলাদেশ এই ফুল এর দুটি রং আছে গোলাপী ও সাদা । গোলাপী ফুল এর মধ্যবর্তী লাল স্পট থাকে ।
ফুলের পাঁচটি পাপড়ি এবং একটি লম্বা অক্ষিক্ষ এর উপর ফুলের পাপড়ি গুলা অবস্থান করে । এর বীজ পতঙ্গ , পাখি,
বায়ু, জল মাধ্যমে বিস্তার হওয়া থাকে । বীজ থেকে এই নয়নতারা র বংশ বৃদ্ধি দ্রুত হয়িয়া থাকে । বাংলাদেশের প্রায়
প্রত্যেক বাগানে এই ফুলের চাষ করা যায় কারণ । কম উর্বর মাটিতেও বংশ বৃদ্ধি হয়ে থাকে ।
ট্রাডিশনাল চীনা ভেষজ ঔষধ হিসবে নয়নতারা ডায়াবেটিস, ম্যালেরিয়া, এবং হার্টের রোগের চিকিত্সাতে ব্যবহৃত হয়। নয়নতারাতে vinblastine এবং vincristine নামক উপাদান গাছ থেকে নিষ্কাশিত করে লিউকেমিয়া চিকিত্সাতে ব্যবহার করা হয়
Sultan Mahmud Sujon:
nice
Md Galib Ferdous:
Nice ,Thank You for your post
sethy:
nice post...................
sethy:
It is a beautiful flower and has a lot of ability to prevent cancer.
Navigation
[0] Message Index
Go to full version