Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management

গুজব নয় আজব

(1/5) > >>

Sultan Mahmud Sujon:
* বজ্রপাতের সময় আলোর যে বিচ্ছুরণ হয় তার তাপমাত্রা ৯ লাখ ফারেনহাইট। যা সূর্যের উপর পৃষ্ঠের তাপমাত্রার চেয়ে তিনগুণ বেশি।

* গরু যখন বুঝতে পারে বৃষ্টি হবে, তখনই মাঠে বসে পড়ে। কারণ কি জানেন? তাদের বসার জন্য অন্তত একটু শুকনো জায়গা রাখতে চেষ্টা করে। এখন বুঝেন এরা কেমন গরু!! :D

* বলেন তো তেলাপোকার প্রিয় খাবার কি ? খামের ও ডাকটিকেটের পেছনের আঠা। সাবধান ওখানে ভাগ বসাতে যেয়েন না।;)

* এককাপ কফিতে ১শ'রও বেশি বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে।

* স্লাগ (slug) এর কয়টি নাক জানেন? মাত্র চারটি। এতো নাক দিয়ে এরা কি করে।!!:P

* ব্যাঙের জিভ থাকে উল্টোভাবে। সব প্রাণীর জিভ থাকে মুখের ভেত থেকে, কিন্তু ব্যাঙের জিভ গজায় মুখের একদম সামনে থেকে।

* আপনি কি জানেন একটি বড় ভূমিকম্পের যে শক্তি তা ২০০ মিলিয়ন টন ডিনামাইটের শক্তির সমান। যা প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়ে ১০ হাজার গুণ বেশি।:-O

* উই পোকা অন্ধ। তাই বলে এদের দঃখে এদেরকে কাছে ডেকে নিয়ে এসেন না আবার।;)

* বিশ্বের সবচেয়ে বড় ফুল 'রাফ্লেসিয়া' আরনল্ড। কিন্তু বড় ফুল হলে কি হবে,এর গা থেকে বের হয় পঁচা গোস্তের মত বিশ্রী দুর্গন্ধ।=((

* নিউইয়ার্ক গেলে শুনে রাখেন, সেখানে রবিবার আইসক্রিম হাতে হাঁটা নিষেধ। সাবধান!!

* আমাদের ত্বকের প্রতি বর্গইঞ্চিতে প্রায় ৬২৫ টি ঘামগ্রন্থি আছে।

* জার্মানির ড্রেনস্ক হ্রদে অনেক ভাসমান দ্বীপ আছে। একটু বাতাস হলেই দ্বীপের গাছগুলো নৌকার পালের মত কাজ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে যায়।

*ইমু পাখি আর ক্যাঙ্গারু পেছনের দিকে হাটতে পারেনা । তাতে কি সামনে তো হাঁটতে পারে।

* আপনি জানেন ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়। আপনি একটু চেষ্টা করে দেইখেন।:t

* একটি বাদুর কমছেকম ৩০ বছর বেঁচে থাকে।

* প্রতিবছর আমরা কতবার চোখের পলক ফেলি এর হিসেব রাখেন! মাত্র এক কোটি বার।#-S

* মাকড়শার চোখ ৮ টি। চশমা কোন চোখে লাগাবে তা একটা বিষয় বটে।:P;)

safiqul:

--- Quote from: bbasujon on November 17, 2011, 03:02:39 PM ---*
* গরু যখন বুঝতে পারে বৃষ্টি হবে, তখনই মাঠে বসে পড়ে। কারণ কি জানেন? তাদের বসার জন্য অন্তত একটু শুকনো জায়গা রাখতে চেষ্টা করে। এখন বুঝেন এরা কেমন গরু!! :D

* মাকড়শার চোখ ৮ টি। চশমা কোন চোখে লাগাবে তা একটা বিষয় বটে।:P;)

--- End quote ---

Really Ajob :)

Sultan Mahmud Sujon:
thank u sir

nature:
Really interesting and i know this thing in first time in my life.
Thanks for the post.

goodboy:
Sujon Bro,
A very interesting post you've given almost!!! These stuffs are really fantastic.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version