Deja Vu

Author Topic: Deja Vu  (Read 1159 times)

Offline subrata.te

  • Full Member
  • ***
  • Posts: 151
  • Don't believe, until you have experienced it.
    • View Profile
    • Personal Website
Deja Vu
« on: March 24, 2019, 12:25:40 PM »
অনেক ক্ষেত্রেই কোনও জায়গায় গেলে মনে হয়, ‘‘এখানে আগেও এসেছি।’’ কাউকে দেখলে মনে হয় ‘‘এঁকে আগেও দেখেছি।’’ অথবা কোন একটা ঘটনা হুবহু আগেও ঘটেছে বলে মনে হয় । আবার কারো সাথে কোন একটা কথোপকথন হুবহু আগে হয়েছে বলে মনে হয় । অথচ বাস্তবে আগে উপরোক্ত ঘটনাগুলোর কোনটাই হয়তো ঘটেনি । বিষয়টি ঠিক কী?

ব্যাপারটাকে বলে দেজা ভ্যু (Deja Vu). ‘দেজা ভ্যু’ শব্দটি ফরাসি। এর অর্থ ‘আগেই দেখা হয়ে গিয়েছে এমন’। যে ঘটনার অভিজ্ঞতা নেই, কিংবা যে দৃশ্য আগে দেখা হয়নি, তা মনে পড়ে যাওয়ার একটা অনুভূতি । শুনতে অবিশ্বাস্য লাগলেও, পৃথিবীর তিন-চতুর্থাংশ মানুষেরই দেজা ভ্যু হয়। অনেকেই বলেন, অলৌকিক ব্যাপার। কিন্তু আদতে তা নয়।

সাধারণত মস্তিষ্কের বাঁ-দিকের অংশটি ভাষার সঙ্গে যুক্ত। ‘দেজা ভ্যু’-র নেপথ্যে যুক্তি হিসেবে বলা হয়, মস্তিষ্কের এক অংশ থেকে অন্য অংশে তথ্য যেতে সেকেন্ডের ভগ্নাংশ সময় লাগে। ফলে, মস্তিষ্কের একটি অংশ একই তথ্য দু’বার পায়। একবার সরাসরি, আর একবার যে অংশ তথ্য দেওয়ার দায়িত্বে রয়েছে, তার মাধ্যমে। ফলে মনে হয়, একই জায়গা বা ব্যক্তিকে আগেও দেখেছি।

এ-ও বলা হয় যে, কল্পনায় অনেক সময়ে অনেক জায়গা বা ব্যক্তিকে দেখে মানুষ। এটা বিশেষ করে ছোটবেলায় গল্প পড়া বা শোনার সময়ে হয়। বা কারও মুখে কোনও অপরিচিত ব্যক্তি বা জায়গার সম্পর্কে কিছু শুনলে মস্তিষ্ক নিজের মতো করে একটি ছবি এঁকে ফেলে। এর দীর্ঘ দিন পরে তেমন ব্যক্তির মুখ সামনে এলে মনে হয় পরিচিত।

আবার ধরা যাক, যে জায়গা সম্পর্কে শুনে মস্তিষ্ক একটি ছবি এঁকে রেখেছে, সে জায়গায় আপনি গেলেন না। গেলেন সম্পূর্ণ একটি অন্য জায়গায়। কিন্তু সেখানে গিয়ে কল্পনায় তৈরি করা সেই ছবির সঙ্গে মিল পেলেন। সে ক্ষেত্রেও দেজা ভ্যু হতে পারে।

একটা উদাহরণ দেই । গতমাসে গ্রামের বাড়ি গিয়েছিলাম । আমার চাচাতো ভাইয়ের সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম । কথোপকথনের এক পর্যায়ে আমার মনে হলো এই কথোপকথন টা এই একইভাবে, একই জায়গায়, একই মানুষের সাথে কোন এক সময় হয়ে গিয়েছে । এবং এতোটাই জীবন্ত ছিলো ব্যাপারটা যেন কথোপকথনের পরের অংশতে কি হতে যাচ্ছে বা আমার চাচাতো ভাই কি বলতে যাচ্ছে সবই আমি জানি ।

আর একটু সহজ করে বলা যাক বিষয়টি। ধরুন, দার্জিলিং সম্পর্কে কারও কাছে শুনে আপনার মস্তিষ্ক একটি ছবি আঁকল। কিন্তু আপনি গেলেন মুসৌরি। সেখানে গিয়ে কল্পনায় আঁকা ছবির সঙ্গে মিল পেলেন। ঘটনা হল, স্মৃতিতে দৃশ্যপট যতটা পোক্তভাবে গেঁথে থাকে, শোনা কিছু ততটা থাকে না। মুসৌরিতে আপনার চোখ দেখছে সেই কল্পচিত্রের সঙ্গে মিলে যাওয়া একটি ছবি। অথচ, সেই দৃশ্য আপনার মস্তিষ্ক দেখেছে দার্জিলিং-এর রেফারেন্সে। ফলে স্থানের ক্ষেত্রে তারতম্য হচ্ছে, যেটা আপনার মস্তিষ্ক বুঝতে পারে না। কারণ দৃশ্যপটের আধিপত্য রয়েছে মস্তিষ্কজুড়ে। তার ফলেই মনে হয়, আগে কোথাও এই জায়গা দেখেছেন।

Deja Vu এর বিপরীতার্থক ঘটনাও আছে, যাকে বলা হয় Jamais vu. এটিও একটি ফরাসি শব্দ, যার অর্থ হলো "কখনো দেখা হয় নি এমন" । এমন অভিজ্ঞতা বা অনুভূতি জা আপনি আগে থেকেই জানেন বা দেখেছেন, অথচ মনে হচ্ছে যেন আপনি আগে কখনো দেখেন নি বা জানেন না ।
- Subrata Majumder
 Lecturer, Dept. of Textile Engineering
 e-mail: subrata.te@diu.edu.bd
 Cell: +8801710541657
 https://www.sites.google.com/a/diu.edu.bd/subrata-majumder/
 https://www.linkedin.com/in/subratamajumder1/
 https://www.researchgate.net/profile/Subrata_Majumder4

Offline Kazi Rezwan Hossain

  • Sr. Member
  • ****
  • Posts: 362
    • View Profile
    • Faculty.daffodilvarsity.rezwan.te
Re: Deja Vu
« Reply #1 on: March 24, 2019, 12:59:22 PM »
Thanks for sharing
Kazi Rezwan  Hossain
Lecturer
Department of Textile Engineering
Daffodil International University
cell- 01674169447
Email- rezwan.te@diu.edu.bd

Offline Sharminte

  • Sr. Member
  • ****
  • Posts: 352
  • Test
    • View Profile
Re: Deja Vu
« Reply #2 on: April 17, 2019, 09:51:46 PM »
interesting things
Sharmin Akter
Lecturer
Department of Textile Engineering
Permanent Campus
Email: sharmin.te@diu.edu.bd