Tour & Travel > Tour for achieving some goals

সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভ্রমণের সুবিধা

(1/1)

Md. Neamat Ullah:
মার্চ মাস জুড়ে সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর ভ্রমণকারীদের দিচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা।


এই সুবিধাগুলো উপভোগ করতে ২৮ মার্চের মধ্যেই টিকিট বুকিং দিতে হবে এবং সেপ্টেম্বর পর্যন্ত সুবিধাগুলোর মেয়াদ থাকবে।

সর্বনিম্ন ফিরতি টিকেটের মুল্য; সিঙ্গাপুরের টিকিটের জন্য গুনতে হবে ২৩,১০০ টাকা, চীনের গুয়াংযোও যেতে লাগবে ৩২,১০০ টাকা, লস অ্যাঞ্জেলসের জন্য ৬৮,৪০০ টাকা, সিডনির জন্য ৬২,৬০০ টাকা আর লন্ডনের খরচ ৬১,৩৫০ টাকা। বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন http://bit.ly/2SXt4Yt

এদের সঙ্গে থাকা সুবিধাগুলোর মধ্যে অন্যতম হল তাদের ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ ও ‘চাঙ্গি ট্রাঞ্জিট প্রোগ্রাম’।

বোর্ডিং পাস প্রিভিলেজ

সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়েও খরচ বাঁচানো যাবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোর্ডিং পাস দিয়ে।

সিঙ্গাপুরের ‘গার্ডেনস বাই দা বে’, ‘জুরং বার্ড পার্ক’, ‘নাইট সাফারি’, ‘সিটি ট্যুর’, ‘সিঙ্গাপুর ফ্লায়ার’, ‘সেন্তোসা’, ‘ইউনিভার্সাল স্টুডিও’-সহ আরও অনেক দর্শনীয় স্থানে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় রয়েছে।

এছাড়াও সিঙ্গাপুরের বিভিন্ন অভিজাত রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে পাওয়া যাবে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। এদের মধ্যে কয়েকটি রেস্তোরাঁ হল ‘বিস্ট অ্যান্ড বাটারফ্লাই’, ‘ফেয়ারমন্ট সিঙ্গাপুর’, ‘জাম্বো সিফুড, ‘ওরিয়েন্ট প্যালেস’, ‘দ্য ওয়াইনারি’ ইত্যাদি।

এছাড়াও সিঙ্গাপুরের ছয়টি আবাসিক হোটেলে কক্ষ ভাড়া নেওয়ার ক্ষেত্রে মূল্য হ্রাস উপভোগ করা যাবে। ‘নেচারল্যান্ড’ এবং ‘সেরেনা স্পা বাই হো ওয়েলনেস’ থেকে সেবা নেওয়ার ক্ষেত্রে পাওয়া যাবে আকর্ষণীয় সুবিধা ও মূল্য ছাড়।

বিমানবন্দরে ‘ট্রানজিট’য়ে থাকাকালীন অলস সময় কাটাতে সেখানের রেস্তোরাঁগুলোতে পাওয়া যাবে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। এছাড়াও সিঙ্গাপুরের বাইরের বিভিন্ন রেস্তোরাঁতেও সুবিধা উপভোগ করার সুযোগ দেবে ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’।

এই সুবিধাগুলো পেতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভ্রমণ করার এক মাসের মধ্যে বোর্ডিং পাসটি উপস্থাপন করতে হবে। বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন http://bit.ly/2TgOlfZ

চাঙ্গি ট্রাঞ্জিট প্রোগ্রাম

ঢাকা থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যে কোনো গন্তব্যে যাওয়ার সময় যদি ট্রানজিটের সময় ২৪ ঘণ্টার মধ্যে থাকে তাহলে চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল-২ অথবা ৩ থেকে ২০ সিঙ্গাপুর ডলারের একটি ভাউচার সংগ্রহ করা যাবে। যা দিয়ে ট্রানজিট এলাকায় কেনাকাটা করা যাবে অথবা ‘অ্যাম্বাসেডর ট্রানজিট লাউঞ্জ’ ব্যবহার করা যাবে। বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুণ http://bit.ly/2Tco8z7

সিঙ্গাপুর এয়ারলাইন্সের সুযোগ সুবিধাগুলো আপনার জন্য কতটুকু প্রযোজ্য বা লাভজনক তা যাচাই করতে ঘুরে আসতে পারেন তাদের ওয়েবসাইটে http://singaporeair.com

সুবিধাগুলো পছন্দ হলে ব্যাগ গুছিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের হাত ধরে পরিবার কিংবা বন্ধুবান্ধব মিলে বেড়িয়ে আসুন সিঙ্গাপুর থেকে।

- বিজ্ঞপ্তি।

azizur:
informative... :)

Navigation

[0] Message Index

Go to full version