গোপনে পেনড্রাইভ থেকে অটো সব ডেটা কপি হয়ে থা&#

Author Topic: গোপনে পেনড্রাইভ থেকে অটো সব ডেটা কপি হয়ে থা&#  (Read 2464 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
পেনড্রাইভ এখন অতিপরিচিত একটা বস্তু। উপকারের পাশাপাশি অপকারও কম করে না এই পেনড্রাইভ। আমার এই টিউন ঠিক উপকারি নাকি অপকারি বুঝতে পারছি না। :P তবে এটুকু বলতে পারি কারও কারও জন্য হয়তো অনেক উপকারি। ;) তাহলে এবার কাজের কথায় আসা যাক।



ধরেন আপনার এক বন্ধু তার পেনড্রাইভের নির্দিষ্ট কোন ফাইল আপনাকে দিতে চাচ্ছে না কিন্তু আপনার তা খুবই দরকার তখন কি করবেন? ;) অথবা নির্দিষ্ট ফাইল হাইড করে রাখছে আর আপনি সেটা নিরবে কাছে পেতে চান তাহলে কি করবেন? :P হ্যা তখন উত্তর হবে একটাই আর সেটা হলো Automatically Copy USB Files Everytime নামের সফটওয়্যার ব্যবহার করা। :D



এক নজরে এর ফিচারগুলোঃ

    প্রত্যেকবার পেনড্রাইভ ঢুকানোর পর অটো সব কপি হয়ে থাকবে নির্দিষ্ট ফোল্ডারে।

    ঐ ফোল্ডার পাসওয়ার্ড প্রোটেকটেড করে রাখতে পারবেন।
    ইচ্ছা করলে সব মনিটরিং করে রাখতে পারবেন।
    আর সব চেয়ে বড় কথা এসব কিছুই হবে অগোচরে! :D


ডাউনলোডঃ  http://www.mediafire.com/?csugmzttgkjpb93

Automatically Copy USB Files Everytime It Is Connected Software v7.0 সাইজ মাত্র ২ মেগাবাইট।
ইন্সটল করার পর সাথে দেয়া crack ফাইলটি "C:\Program Files\Automatically Copy USB Files Everytime It Is Connected Software\Automatically Copy USB Files Everytime It Is Connected Software.exe" নামক ফোল্ডারে কপি পেস্ট করে ফুল ভার্শন করে নিন।

আশা করি আপনাদের কাজে লাগবে।