Religion & Belief (Alor Pothay) > Allah: My belief
আল্লাহর জন্য ভালোবাসা
Md. Zakaria Khan:
হযরত মুসা (আঃ) আল্লাহকে বললেন-
আল্লাহ;
১) যদি জীবন হত, মৃত্যু না হত;
২) যদি জান্নাত হত, জাহান্নাম না হত;
৩) যদি ধনী হত, গরীব না হত; এবং
৪) যদি সুস্থতা থাকত, অসুস্ততা না থাকত;
তবে খুবই ভাল হত।
আল্লাহ এরশাদ করলেন,
"হে মুসা (আঃ)!
১) যদি মৃত্যু না থাকত, তবে আমার সাক্ষাৎ হত
না।
২) যদি জাহান্নাম না হত, তবে আমার আজাবের
ভয় করত না।
৩) যদি গরীবী না থাকত, তবে বান্দা আমার
শুকরিয়া আদায় করতোনা।
৪) আর যদি অসুস্হতা না থাকত, তবে বান্দা
আমায় স্বরণ করত না।
(আল্লাহুআকবার)
Md. Zakaria Khan:
হযরত আলী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন,
''আমি অচিরেই লোকদের উপর এমন একটি সময় আসার আশংকা করছি, যখন কেবলমাত্র নাম ছাড়া ইসলামের আর কিছুই বাকি থাকবে না এবং কুরআনের লিখিত রূপটি ছাড়া তার বাস্তবায়ন থাকবে না। মসজিদগুলো চাকচিক্যে ভরপুর হলেও মানুষ
হেদায়াত থেকে বঞ্চিত হবে। ঐ সময়কার আলেমরা হবে আসমানের নিচে বিচরণকারী সর্বনিকৃষ্ট জীব।
তাদের থেকেই বিভিন্ন ফিতনা ছড়াবে এবং তারা নিজেরাও সেই ফিতনায় আবর্তিত হবে।''
(সুনানে বায়হাকী, হাদীসটি সহীহ)
Md. Zakaria Khan:
__রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:-_______"কাতার সোজা করা নামাযের একটি অবিচ্ছেদ্য অঙ্গ"।_______________________বোখারী__॥
__________নামাযে কাতার সোজা কর দাড়ানর উপর নবীজি অনেক তাকিদ দিয়েছেন__॥ আমরা যেন খেয়াল করে কাতার বন্দি হয়ে নামায আদায় করি!!
Md. Zakaria Khan:
-প্রকৃতপক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে যুলুমের সাথে সংমিশ্রিত করেনি এবং তারাই হেদায়েতপ্রাপ্ত।
_____(সূরা আনআমঃ ৮২)
-ইয়া আল্লাহ ! আমাদেরকে দীর্ঘ জীবি হায়াত দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন।
Md. Zakaria Khan:
মহান তায়া'লা বলেনঃ-
তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন।
.
______সূরা শুরা আয়াত নং:-৩০
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version