General Category > Common Forum
প্রতিদ্বন্দ্বী কারিমকে কিনে নিল উবার
(1/1)
Mst. Eshita Khatun:
কয়েক মাস ধরে দর-কষাকষি চলার পর মধ্যপ্রাচ্যের রাইড শেয়ারিং সেবা কারিমকে কিনে নিচ্ছে বৈশ্বিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার। এ জন্য ৩১০ কোটি মার্কিন ডলার খরচ করছে উবার কর্তৃপক্ষ। প্রতিদ্বন্দ্বী কারিমকে কেনার ফলে মধ্যপ্রাচ্যে উবারের আধিপত্য বাড়বে। ২০২০ সালের মধ্যে ওই চুক্তি সম্পন্ন হবে।
গতকাল সোমবার রাতে উবার কর্তৃপক্ষ জানিয়েছে কারিমকে কিনতে ১৪০ কোটি মার্কিন ডলার নগদ অর্থ আর বাকি ১৭০ কোটি মার্কিন ডলার কনভার্টেবল নোট আকারে পরিশোধ করবে। এর ফলে কারিমের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে উবারের।
কারিমকে অধিগ্রহণ করার ফলে উবারের সহযোগী ব্র্যান্ড হিসেবে পরিচালিত হবে কারিম। শুরুতে কারিমের নাম বদল হবে না। কারিমের সহপ্রতিষ্ঠাতা মুদাসির শেখা, ম্যাগনাস ওলসন ও আবদুল্লাহ ইলিয়াস কারিমের সঙ্গেই থাকছেন। তবে কারিমের পরিচালনা বোর্ডে পরিবর্তন আসবে। তিনটি সিট যাবে উবার প্রতিনিধির দখলে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজারে আসতে যাচ্ছে উবার। পুঁজিবাজারে আসার আগে কারিমকে অধিগ্রহণ করল প্রতিষ্ঠানটি। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে আগামী মাসে পুঁজিবাজারে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ব্যাংকের হিসাব অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে শেয়ারবাজারে নথিভুক্ত হলে প্রতিষ্ঠানটির মূল্যমান হবে ১০০ বিলিয়ন ডলার।
কারিমকে কিনে নেওয়ার চুক্তি প্রসঙ্গে উবারের প্রধান নির্বাহী দারা খোশরেশাহী বলেন, এটা উবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত।
source: Eprothom Alo
Navigation
[0] Message Index
Go to full version