রিজিউম করুন Mediafireর ফাইল

Author Topic: রিজিউম করুন Mediafireর ফাইল  (Read 2498 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
রিজিউম করুন Mediafireর ফাইল
« on: November 22, 2011, 08:43:07 AM »
রতিদিন অসংখ্য ফাইল ডাউনলোড হচ্ছে মিডিয়াফায়ার থেকে কারণ এটা হচ্ছে বৃহৎ কয়েকটি হোস্টিং প্রোভাইডারের মধ্যে একটি তাছাড়া এখানে রয়েছে ফ্রীতে ডাউনলোড করার সুবিধা। যদিও বড় ফাইলগুলোর ক্ষেত্রে এই সাইটটি রিজিউম সুবিধা দিয়ে থাকে কিন্তু অনেকসময় এই সুবিধাটি কয়েক মিনিটের বেশী স্থায়ী থাকেনা। যার ধরুন, আপনি রিজিউম করতে চাইলে ব্যর্থ হন, এবং যদি ব্যপারটা এমন হয় যে, আপনি ৯৯% ডাউনলোড করার পর আর রিজিউম করতে পারছেন না।

কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

যা যা লাগবেঃ
১ . Mozilla Firefox
২. Remove Cookie(s) for Site নামক অ্যাড অনটি ইন্সটল করে নিন  এখানে ক্লিক করে https://addons.mozilla.org/en-US/firefox/addon/remove-cookies-for-site/

৩. IDM (Internet download manager)

প্রথমে,

IDM(Internet download manager) ওপেন করুন,  এখন আপনি যে ফাইলটি রিজিউম করতে ব্যর্থ হয়েছেন সেটাতে রাইট ক্লিক করে properties এ ক্লিক করুন




Referer নামক বক্স হতে URLটি কপি করে নিন।


     URL টি আপনার  firefox এ পেস্ট করে এন্টার চাপুন।
    সেই পেজ এ যেকোনো স্থানে Right click  করে select 'Remove Cookies for Site' এ ক্লিক করুন।


    পেজটি Reload করুন। ( খালি স্থানে right click করে "reload" ক্লিক করুন)
    " Click here to start download from MediaFire" লেখাটির উপর right click করে  Copy Link Location সিলেক্ট করুন।



এখন IDM এ আগের মত যে ফাইলটি রিজিউম করতে চান সেটার properties এ গিয়ে Address fieldর ঘরে paste করুন।


এবার  Ok ক্লিক করুন।
ব্যস, এখন সেই ফাইলটির resume download এ ক্লিক করে দেখুন রিজিউম হচ্ছে।

চেষ্টা করেছি সহজে ব্যাখ্যা করতে। আশা করি কাজে আসবে।