Faculty of Science and Information Technology > Science and Information
ট্র্যাক করুন আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন, মানিব্যাগ, ল্যাপটপ
(1/1)
trahman.cse:
টাইল(Tile)
বাজারে আমার দেখা সবচেয়ে ভালো ট্র্যাকিং ডিভাইস হলো টাইল। কোন জিনিস খুঁজে বের করতে আপনার যেসব ফিচার দরকার তার প্রায় সবগুলোই আপনি টাইলে পাবেন। এই ডিভাইসটি খুব ছোট এবং বিভিন্ন সাইজ এর পাওয়া যায়। এবং আপনি চাইলে এই স্মার্ট ট্র্যাকিং ডিভাইসটিকে যেকোনো কিছুর সাথে লাগিয়ে রাখতে পারবেন। যেমন-চাবির রিং, ল্যাপটপ, টিভি রিমোট সহ এমনকি আপনার মানিব্যাগ এর সাথেও আপনি এই ডিভাইসটি লাগিয়ে রাখতে পারবেন।
কোন জিনিস টাইল এর মাধ্যমে ট্র্যাক করার জন্য আপনি আপনাকে টাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে দেখতে পারেন আপনার ডিভাইসটি কই আছে। কিংবা অ্যাপের মাধ্যমে টাইল ডিভাইসটিতে সিগন্যাল পাঠাতে পারেন। এতে ডিভাইসটি যদি ১০০ফিট এর মধ্যে থাকে তাহলে বেজে উঠবে। তাহলে আপনি জেনে যাবেন আপনার জিনিসটি কই আছে। এই ডিভাইসটির ব্যাটারি প্রায় বছরখানেক থাকে। কিন্তু আপনি টাইল এর ব্যাটারি চেঞ্জ করতে পারবেন না।
দামঃ প্রতিটি ২৫-৩০ ইউএস ডলার।
Source: https://www.techtunes.co/sci-tech/tune-id/511404
Navigation
[0] Message Index
Go to full version