Entertainment & Discussions > Jokes

ডাক্তার VS নন-মেডিকেল মেয়ে

(1/1)

Faruq Hushain:
ব্যস্ত এক ডাক্তার বিয়ে করলো এক নন-মেডিকেল মেয়েকে।
বিয়ের পর থেকেই বউ চাইত, তার স্বামী তাকে সময় দিক।
কিন্তু ব্যস্ততার জন্য স্বামী বেচারা স্ত্রীর সেই সাধ পুরন করতে প্রথম থেকেই ব্যর্থ হতো।
এ জন্য বিয়ের পরের দিন থেকেই বউ তার স্বামীর ওপরে অনেক বিরক্ত।
একদিন সকালে হাসপাতালে যাওয়ার আগে স্বামী আর স্ত্রীর মধ্যে কথা হচ্ছে............
স্ত্রীঃ এই দরজার লক টা না নষ্ট হয়ে গেছে। একটু ঠিক করে দেবে ?
স্বামীঃ কেন !! আমাকে কি তোমার তালা- চাবির মিস্ত্রি মনে হয় ?
এখন সময় নেই।
কদিন পর...
স্ত্রীঃ এই শোন না, টয়লেটের ফ্লাস টা ঠিক মতো কাজ করছে না। একটু ঠিক করে দেবে প্লিজ ??
স্বামীঃ কেন!! আমাকে কি তোমার প্লাম্বার মিস্ত্রি মনে হয়??
এখন সময় নাই।
আরও কদিন পর...
স্ত্রীঃ এই শোন না, বারান্দায় ২ টা ফুলের টব রাখতে চাচ্ছি। আমার আবার বাগান করার খুব সখ... এনে দিবে প্লিজ...
স্বামীঃ কেন ? আমাকে কি তোমার মালি মনে হয়? এখন সময় নাই।
-
এই সব বলে ডাক্তার স্বামী ডিউটি তে চলে গেল ভাব দেখিয়ে।
রাতের বেলায় বাসায় ফিরে দেখে বারান্দায় ফুলের টব, দরজায় নতুন লক আর টয়লেটের ফ্লাশটাও ঠিক হয়ে গেছে!!
এই দেখে স্বামী বলল, মিস্ত্রি ডাকছিলা নাকি??
স্ত্রীঃ না, বাড়িওয়ালা আশীষ ঠিক করে দিয়েছে !!
ও বলছে, বৌদি সব করে দিতে পারি। তবে আমার দুটো টা শর্ত আছে।
আমি বললাম কি শর্ত ?
আশীষ বলল, হয় আমাকে চিকেন ফ্রাই খাওয়াতে হবে, অথবা আমার সাথে ডেটিং এ যেতে হবে।
স্বামীঃ তুমি নিশ্চয়ই ওকে চিকেন ফ্রাই খাইয়েছ ...
স্ত্রীঃ কেন ! ! আমাকে কি তোমার কেএফসি র ওয়েটার মনে হয়???

nadimhaider:
ha ha, very nice.

Jannatul Ferdous:
TIT FOR TAT  :) :) :)

Navigation

[0] Message Index

Go to full version