Faculty of Allied Health Sciences > Pharmacy
বাসক
Asif.Hossain:
বাসক
বোটানিকাল নাম: Adhatoda vasica
পরিবার:Acanthaceae
ব্যবহৃত অংশ : পাতা, শিকড়, ফুল ও বাকল
শ্বাসপ্রশ্বাসের রোগ জন্য 2000 বছরের বেশি সময় থাকে বাসক পাতা আয়ুর্বেদ ঔষধ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে ।
বাসক মালাবার বাদাম গাছ নামেও পরিচিত এটি একটি ছোট চিরহরিৎ, Sub-Herbacious গুল্ম । এর উত্পত্তি ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার এবং মালয়েশিয়ায় নিম্ন হিমালয়ের ১৩০০ মিটার উচ্চতাতেও জন্মে থাকে ।
বাসক পাতার মধ্যে Quinazoline Alkaloids, Vasicine - 45-95% (mucolytic ড্রাগ bromhexine এই উপক্ষার থেকে উন্নত) Vasicine n-Oxaid , Vasicinone, Deoxyvasicine , Oxyvasicinine , Maiontone উপাদান বিদ্যমান ।
বাসক পাতার নির্যাস বেশি নিরাপদ । নিরাপদ বিবেচনা কারণ এর তেলে বিষাক্ততার পরিমান কম ।
বাসক ফুলের মধ্যে B-sitosterol-D:-glucoside , Kaempferol , Kaempferoland , glycosides , Queretin উপাদান বিদ্যমান । শিকড়ে পাওয়া যায় Vasicinolone , Vasicol , Peganine, হাইড্রক্সি oxychalcone , Glucosyl oxychalcone ।
ব্যবহার
1. Abortifacient (অকাল গর্ভপাত সংঘটিত করে)
2. Anti-asthmatic (হাঁপানি উপশম)
3. Antispasmodic ( খিঁচুনি রোধ )
4. Antitussive (কাশি উপশম )
5. Bronchodilator (Bronchials উপশম)
6. Expectorant (শ্বাসযন্ত্রের প্যাসেজ থেকে শ্লৈষ্মিক এবং secretions এর স্রাব উৎসাহিত]
7. Oxytocic ( জরায়ুজ পেশী সংকোচন উদ্দীপক )
sethy:
Informative post,,,,,,,,,,,,,
mehnaz:
Informative post. we should take these type of natural herbs than medicine to protect ourselves from various side effects.
tanbir:
now a days it is more fashionable to take Adovast syrup.............. instate of Basak ........... :)
poppy siddiqua:
thanks for the information.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version