আগুন থেকে নিরাপদ থাকতে যা করবেন

Author Topic: আগুন থেকে নিরাপদ থাকতে যা করবেন  (Read 1828 times)

Offline Niger

  • Newbie
  • *
  • Posts: 17
  • Travel Story
    • View Profile
যথাযথভাবে নিয়ম মেনে ভবন নির্মাণ করলে এবং পরে সচেতন থাকলে আগুন লাগার মতো দুর্ঘটনা থেকে নিরাপদ থাকা যায়। ছবি: ভলিউমজিরো
চুড়িহাট্টা থেকে বনানী—ঢাকার দুই প্রান্ত আগুনের লেলিহান শিখায় জ্বলেপুড়ে ছারখার। মর্মান্তিক দুই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে অনেক। সবার মনে আতঙ্ক। ঝুঁকিতে আছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের অনেক ভবন। আগুন লাগার আগে সতর্কতা এবং আগুন লাগলে করণীয় নিয়ে কথা বলেছেন চারজন বিশেষজ্ঞ।
জামিলুর রেজা চৌধুরী
জামিলুর রেজা চৌধুরী
সচেতন হলে ঝুঁকি কমে যায়
জামিলুর রেজা চৌধুরী
জাতীয় অধ্যাপক এবং উপাচার্য, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

সাম্প্রতিক সময়ের একাধিক অগ্নিকাণ্ডের পর আমরা পুরোনো পদক্ষেপ বাস্তবায়নেই আটকে আছি। ২৬ বছর আগে ভবন নির্মাণের নীতিমালা প্রণীত হয়েছিল। এর মধ্যে পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে। নতুন প্রযুক্তি এসেছে। ফলে পুরোনো সেই নীতিমালা হালনাগাদ করা হয়েছে। সেটি অনুমোদনের অপেক্ষায় আছে। এটিই আসলে এখনকার প্রাথমিক পদক্ষেপ।

দেশে এখন যেভাবে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে, সেখানে উপদেশ বা পরামর্শ কোনো কাজে আসবে না। উন্নত দেশগুলোতে অনেক নিয়মকানুন আছে। যেমন: আগুন লাগলে ভেজা তোয়ালে দিয়ে মাথা ঢাকতে হবে, দরজার নিচের অংশ বন্ধ করে দিতে হবে, যাতে ধোঁয়া না ঢোকে ইত্যাদি। কিন্তু এসব প্রয়োগ করার মতো পরিস্থিতি আমাদের অধিকাংশ ভবনে নেই। তাই ভবন যথাযথ নিয়মে নির্মাণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বনানীর এফ আর টাওয়ারে ইমার্জেন্সি এক্সিট (জরুরি অবস্থায় নামার জন্য সিঁড়ি) বন্ধ ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছে, ভবন নির্মাণে নিয়ম মানা হয়নি। রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের অভাবও ছিল। তবে আমাদের তৈরি পোশাক কারখানাগুলো বিদেশি ক্রেতাদের চাপে অনেকটাই নিয়ম মানছে। তাদের কর্মীরা প্রশিক্ষণ নিচ্ছেন।

RFL Gas Stoveফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করতে হবে। তাদের জনবল এবং উন্নত যন্ত্রপাতির ব্যবস্থা এখন জরুরি প্রয়োজন। এ ছাড়া ভবনের বাসিন্দাদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করাও জরুরি। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস চাইলে সহযোগিতা করবে। আগুন লাগলে কী করতে হবে না হবে, সব তারা দেখিয়ে দেবে। নিজেরা সচেতন হলে ঝুঁকি অনেকটাই কমে যায়।

 

মো. ফয়েজ উল্লাহ
মো. ফয়েজ উল্লাহ
আইনের প্রয়োগটাই আসল
মো. ফয়েজ উল্লাহ
মুখ্য স্থপতি, ভলিউমজিরো
Mst. Niger Sultana
Coordination Officer
Daffodil International University

Offline masud.ged

  • Hero Member
  • *****
  • Posts: 610
  • Be Yourself
    • View Profile
ম্যাডাম,

অসংখ্য ধন্যবাদ। জানার ছিল অনেক কিছু। তবে, বিষয়গুলোকে যদি নির্দিষ্ট বিভাগে ভাগ করা যায় তাহলে খুঁজে পেতে আরো সুবিধা হবে বলে মনে করি।

ভাল থাকবেন
Md. Masud Parvaj
Lecturer
Art of Living
Department of GED
Daffodil International University