IT Help Desk > IT Forum

দেশের প্রথম অনলাইন স্টল

(1/1)

Sultan Mahmud Sujon:
দেশের সর্বপ্রথম অনলাইন স্টল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিডিস্টল। স্বনামধন্য বিভিন্ন কোম্পানি এখানে স্টল খুলছে এবং তাদের পণ্য প্রদর্শন করছে। এ সাইটে আপনি আপনার পছন্দমতো পণ্য খুঁজে নিতে পারবেন খুব সহজেই।

এসব পণ্যের মধ্যে থাকছে ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ফোন, আসবাবপত্র, ইলেকট্রনিকস পণ্যসহ বিভিন্ন পণ্যের বিপুল সমাহার। ওয়েবসাইটের ঠিকানা http://www.bdstall.com মোবাইল থেকে m.bdstall.com সাইটে ঢুকে আপনি যাবতীয় সেবা নিতে পারবেন।

Navigation

[0] Message Index

Go to full version