IT Help Desk > IT Forum

জেনে নিন আপনার এলাকার পোস্টাল কোড সাথে প্র

(1/1)

Sultan Mahmud Sujon:
অবিশ্বাস্য! বাংলাদেশ সরকার ওয়েব জগতে এতটা এগিয়ে গেছে কল্পনাও করতে পারি নাই। একটু আগে আমার ছোট ভাই এসে জিজ্ঞেস করল আমাদের গ্রামের বাড়ির পোস্ট কোডটা কত। আমার তো মাথায় হাত। আয় হায়! আমি নিজেও তো জানি না। আমার ফ্রেন্ড সার্কেলের কেউ আমাদের গ্রামের বাড়ির আশেপাশেও যায় নাই কোন দিন। পোস্ট কোড জানা দূরে থাক। কিন্তু ছোট ভাই এর কাছে তো হারা যায় না। খুব পার্ট নিয়ে ওকে বললাম, " একটু পরে আয়, আমি এখন ব্যস্ত।" কি আর করা। গুগল মামাকে ডাক দিলাম। কি বলব ভাইয়েরা আমার আমাকে চমকে দিয়ে সার্চ রেজাল্টের সবার আগে হাজিরে বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট। পাত্তা দিতে ইচ্ছা হল না। ( ঢুকতেই লাগবে আধা ঘন্টা অন্য কিছু তো বাদই দিলাম) কিন্তু কি মনে করে ক্লিক করলাম। আর দেখি আমাকে অবাক করে দিয়ে নিচের পেজটা হাজির।



এরপরও বিশ্বাস করতে পারলাম না(আরে আমাদের গ্রাম থাকা তো দূরে থাক, ঢাকা জিপিও এর পোস্ট কোড দেখাতে পারলেও আমি সরকারের নামে আর কোন দিন বদনাম করব না) এবারও আমাকে অবাক করে দিয়ে মূহুর্তে হাজির সে কাংকিত পোস্ট কোড।

বেশী কিছু বলব না, আপনারাই দেখে আসুন। এমন এক চমক নিজের চোখে দেখবেন না তা কি হয়। পোস্ট খুজে বের করতে চলে যান বাংলাদেশ পোস্ট এ   http://www.bangladeshpost.gov.bd/PostCode.asp

এরপর ছোট ভাইকে বিরাট একটা ধমক দিয়ে আমার জ্ঞান জাহির করলাম(!!!!)। কৃতজ্ঞতা বশত সাইটটি কিছুক্ষণ ঘুরে ফিরে দেখতে গিয়ে আরেকটা চমক দেখতে পেলাম। সেটা প্রাইজ বন্ডের ড্র । তাও আবার সার্চ বক্স সহ। হাতের কাছে কোন প্রাইজ বন্ড না http://www.bangladeshpost.gov.bd/PBR.asp



Navigation

[0] Message Index

Go to full version