Faculty of Science and Information Technology > Science and Information
এবার যানজট এড়াতে সহায়তা করবে গুগল
(1/1)
tany:
গ্রাহককে যানজট এড়াতে সহায়তা করতে নতুন ফিচার যোগ হচ্ছে গুগল ম্যাপস-এ। নতুন এই ফিচারের মাধ্যমে আরও দ্রুত রাস্তার ট্রাফিক আপডেট পাবেন গ্রাহক।সাম্প্রতিক সময়ে বেশ কিছু নতুন ফিচার আনা হয়েছে গুগল ম্যাপস-এ। রাস্তার বিভিন্ন ঘটনা জানানোর মতো ফিচারও যোগ হয়েছে এতে। এবার অ্যাপটিতে রাস্তার যানজটের অবস্থাও জানানো সম্ভব হবে-- খবর প্রযুক্তি সাইট সিনেটের।
অপ্রত্যাশিত যানজটে পড়া গ্রাহকরা ম্যাপস অ্যাপে নতুন ‘স্লোডাউন’ বাটন চেপে গুগলকে রাস্তার অবস্থা জানাতে পারবেন। গুগল এই ডেটা সংগ্রহ করে দ্রুত ওই রুটের অন্যান্য গ্রাহকের কাছে পাঠাবে, যাতে তারা ওই রাস্তা এড়িয়ে যেতে পারেন।
এর আগে গুগল ম্যাপস অ্যাপে শুধু গতি সীমা এবং দুর্ঘটনার কথা জানাতে পারতেন গ্রাহক।
এখনপর্যন্ত সব দেশের গ্রাহকের জন্য ফিচারটি উন্মুক্ত করেনি গুগল। কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত করা হবে তাও জানায়নি প্রতিষ্ঠানটি।
যেসব গ্রাহক ম্যাপস অ্যাপের ভাষা যুক্তরাজ্যের ইংরেজি বাছাই করেছেন তারা অপশনটি ‘স্লোডাউন’-এর বদলে ‘কনজেশন’ নামে দেখবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
source:bdnews24
Navigation
[0] Message Index
Go to full version