Science & Information Technology > Natural Science

হঠাৎ বজ্রপাত বাড়ার কারণ কী?

(1/1)

Anuz:
প্রচুর ঝড়-বৃষ্টি হচ্ছে। বৈশাখ-জ্যৈষ্ঠের আগেই শুরু হয়ে গিয়েছে বজ্রপাত ও বৃষ্টি। গত বছরের তুলনায় এ বছর বজ্রপাত বেশি হচ্ছে। বজ্রপাতে মারা যাচ্ছে অনেক মানুষ। বাংলাদেশে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে। বছরের এ সময়টিতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতও হচ্ছে ব্যাপকভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তাওহিদা রশিদ বলছেন, বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ হিসেবে তাপমাত্রা বৃদ্ধির একটি সম্পর্ক আছে।

বজ্রপাত বাড়ার কারণ কী?
অধ্যাপক তাওহিদা রশিদ বলছেন, বিজ্ঞানীরা অনেকে মনে করেন বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির জন্য এটি বেশি হচ্ছে। তবে অনেক বিজ্ঞানীই আবার এ মতের সঙ্গে একমত নন। তিনি বলেন, বাংলাদেশে আমরাও ভাবছি জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রা বেড়েছে এবং এর কিছুটা হলেও প্রভাব পড়েছে। বাংলাদেশে দশমিক ৭৪ শতাংশ তাপমাত্রা বেড়েছে। বজ্রপাতে মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, বিশ্বের বজ্রপাতে মৃত্যুর এক-চতুর্থাংশ ঘটে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইটনিং সেফটি ইনস্টিটিউটের ২০১০ সালে প্রকাশিত এক প্রতিবেদনে এ পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে।

আসুন জেনে নেই বজ্রপাতের সময় কী করবেন?

১. ভয় পাবেন না। মাথা ঠাণ্ডা রাখুন।
২. আশপাশে উঁচু কোনো গাছ থাকলে দূরে সরে যান।
৩. ওপরে ছাদ আছে এমন জায়গায় চলে যান।
৪. সম্ভব হলে টিনের ছাদ এড়িয়ে চলুন।
৫. গাড়ির ভেতরেও নিরাপদ,গাড়ির ধাতব বডির সাথে শরীরের সংযোগ থেকে দূরে থাকুন।
৬. বিদ্যুতের খুঁটি, টাওয়ার – এসব থেকে দূরে থাকুন।
৭. ঘনঘন বজ্রপাতের সময় মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার, কর্ডলেস ফোন, ল্যান্ডফোন ব্যবহার না করাই ভালো।

Navigation

[0] Message Index

Go to full version