Faculty of Engineering > Textile Engineering

Human of basic three categories.

(1/1)

Reza.:
সব মানুষকে মুলতঃ তিন ভাগে ভাগ করা যায়।

আশাবাদী, হতাশাবাদী ও বাস্তববাদী (pessimist, optimist and realistic.)

নীচের উদাহণটি দেয়া হল কেবলমাত্র ক্যাটাগরী গুলো বুঝানোর জন্য।
   
উদাহরণস্বরূপ বলা যায় রাস্তার ম্যানহলে পড়ে গেলে এই তিন রকমের মানুষ তিন রকম চিন্তা করে। বাস্তব বাদী ম্যানহলের ঢাকনা দিয়ে সরাসরি উঠে আসে। হতাশাবাদী আর উঠে আসে না। সে ভাবে আবার যদি ট্রাক চাপা দেয়? আর আশাবাদী ম্যানহলের ভিতর দিয়েই শর্ট কাঁট করা যায় কিনা ও দ্রুত পৌঁছানোর কথা ভাবে।

আশাবাদী দেখে তার গ্লাস অ্ধেক পূ্ণ। হতাশা বাদী দেখে তার গ্লাস অ্ধেক খালি।   


আশাবাদীরা ভাবে অল্প কাজ করেই বড় সমস্যা দূর করা যাবে। বাস্তববাদীরা বোঝে যে বড় সমস্যা দূর করতে হলে অনেক কাজ করতে হবে। হতাশাবাদীরা সমস্যা দূর করা যাবে না এইটা ভাবে। বাস্তববাদীরা কেবল মাত্র স্বপ্নের জাল বুনেন না। তারা এর সাথে সাথে কিছু কাজও করেন।




 

Sharminte:
nice post

Reza.:
Thank you.

Kazi Rezwan Hossain:
Nice analysis ,sir

Navigation

[0] Message Index

Go to full version