Faculties and Departments > Branding

প্রথমবারের মতো বাজারে চিবিয়ে খাওয়া ড্রিঙ্ক ‘ড্রিংকো ফ্লোট’

(1/1)

shafayet:
পানি কি কখনো চিবিয়ে খাওয়া যায় এ ধরণের ধারণা আমাদের কখনোই ছিল না। কিন্তু প্রথমবারের মত বাংলাদেশের পানীয় বাজারে প্রাণ নিয়ে এলো নাটা ডি কোকো সমৃদ্ধ এক সুস্বাদু ফ্লেভারড ড্রিঙ্ক ‘ড্রিংকো’ যা শুধু পান করাই যায় না, চিবিয়ে খাওয়াও সম্ভব।

স্ট্রবেরি, পাইনআপেল,ম্যাংগো এবং লিচি- এই চারটি ফ্লেভারে বাজারে পাওয়া যাচ্ছে ভিন্ন স্বাদের ড্রিঙ্ক ‘ড্রিংকো ফ্লোট’। এটি প্লাস্টিকের বোতলে বাজারজাত করা হচ্ছে; যার  মধ্যে থাকছে উল্লেখ্য চারটি ফ্লেভার অনুযায়ী সুস্বাদু নাটা।

এই নাটা সম্পূরণরূপে অরগানিক এবং নারিকেলের পানি দিয়ে তৈরি। এই নাটাভর্তি ড্রিংকো খেতে হবে চিবিয়ে। পুরো বোতল ভর্তি এই নাটা পানীয় বাজারে এক নতুন সংযোজন; যা এই গরমে মাতিয়ে রাখবে পানীয় প্রেমিদের।

Navigation

[0] Message Index

Go to full version