গুগল ম্যাপের সাহায্যে যেভাবে সহজেই খুঁজে পাবেন হারিয়ে যাওয়া ফোন

Author Topic: গুগল ম্যাপের সাহায্যে যেভাবে সহজেই খুঁজে পাবেন হারিয়ে যাওয়া ফোন  (Read 1526 times)

Offline sourov777

  • Newbie
  • *
  • Posts: 10
  • Test
    • View Profile
ফোন হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। পথে ঘাটে অনেক সময়ই পকেট থেকে ফোন উধাও। হতে পারে পকেটমারের ঘটনা। কিংবা পকেট থেকে অনেক সময় পড়ে গিয়েও হারিয়ে যেতে পারে ফোন।

কোনও সহৃদয় ব্যক্তি সেই ফোন পেলে ফেরত পাওয়া যায় সহজেই। তবে তেমন ঘটনা খুবই কম ঘটে। ফোন একবার গেলে তা ফেরত পাওয়া কঠিন। উপায় আছে। তবে সবসময় সেসব উপায়ে কাজ নাও হতে পারে।

থানায় জিডি করলে অনেক সময় পুলিশের তৎপরতায় ফোন ফিরে পাওয়া যেতে পারে। তবে তা অনেক সময় সাপেক্ষ। নিজের চেষ্টায়ে ফোন ফিরে পেতে গুগল ম্যাপ ব্যবহার করা যেতে পারে। তাতে ফোনের অবস্থানটা কোথায়, সেটা জানা যাবে।
ফোন খুঁজে না পেলে অন্য কোনও স্মার্টফোন বা কম্পিউটার থেকে গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

১. প্রথমে www.google.com/maps ওয়েব অ্যাড্রেসটি খুলতে হবে।

২. হারিয়ে যাওয়া স্মার্টফোন যে গুগল আইডির সঙ্গে যুক্ত সেই আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

৩. এবার বাঁদিকে তিনটি লাইন দেওয়া যে আইকন আছে, সেখানে ক্লিক করতে হবে।

৪. Your Timeline অপশনে ক্লিক করতে হবে।

৫. ঠিক কোন সময়ে ফোনের অবস্থানটা আপনি জানতে চাইছেন, সেই মাস, বছর, সময় দিতে হবে।

৬. এখানেই দেখা যাবে ওই সময়ে আপনার ফোনটি ঠিক কোথায় অবস্থান করছিল।
Sourov Mazumder
Sr. IT Officer
Daffodil International University

Offline sazirul

  • Full Member
  • ***
  • Posts: 136
  • Md Sazirul Islam | EEE 4th Batch
    • View Profile
    • Sazirul Islam