Faculty of Science and Information Technology > Science and Information

Anroid Database Create

(1/1)

Asif Khan Shakir:
পিসি,ইন্টারনেট, ইমেইল আইডি এবং এক্সেল ওয়ার্কশীট এ কাজ করার অভিজ্ঞতা

স্টেপ ১ঃ প্রথমেই লগইন করে নিতে হবে নিজের ইমেইল আইডি বা যে কাজের জন্য ডেটাবেজ বানাবো তার জন্য তৈরী ইমেইল আইডিতে।
স্টেপ ২ঃ গুগল ফর্ম এ গিয়ে নিজের ডেটাবেজ এ যে ধরনের বা যে যে টাইপের ডেটা ডেটাবেজ এ রাখবেন তার জন্য কোয়েশ্চন তৈরী করুন। ফর্ম এর জন্য সুন্দর একটি নাম (ডেটাবেজ এর নাম হিসেবে ব্যবহার হবে যেটা) দিন। আপনাদের বুঝার সুবিধার্তে কন্ট্যাক্ট ইনফরমেশন নামের ডাটাবেজ এর জন্য একটি গুগল ফর্ম এর স্ক্রিনশট দিলাম।

স্টেপ ৩ঃ  এরপর ঐ ফর্ম এর লিঙ্ক টি কপি করে কোথাও সংরক্ষন করুন। আওউটপুট স্প্রেডশীট এ গিয়ে ইচ্ছামতো ডিজাইন করুন। এরপর ঐ শীট এর লিংকটিও সংরক্ষণ করুন।
স্টেপ ৪ঃ  এবার এপ্সগেইজার বা অন্য কোন Website Apk Creator দিয়ে দুইটি অ্যাপ ক্রিয়েট করুন যেখানে লিংক হিসেবে এড করবেন পূর্ববর্তীতে সংরক্ষন করা ফর্ম ও শীট এর দুইটি লিঙ্ক।
স্টেপ ৫ঃ  এবার Apk দুইটি Android Phone  এ ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করুন।
ব্যাস, তৈরী হয়ে গেল আপনার ডাটাবেজ অ্যাপ।

ফর্ম লিংক দিয়ে তৈরী করা অ্যাপে ডাটা এন্ট্রি করুন ইচ্ছামতো এবং তার আউটপুট দেখুন শীট লিঙ্ক দিয়ে তৈরী করা অ্যাপ এ। (অবশ্যই ডাটা কানেকশন/ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে)

tasnim.eee:
Informative

munira.ete:
Informative post. Thank you

habibur.swe@diu.edu.bd:
Thanks for Sharing.

Navigation

[0] Message Index

Go to full version