Faculty of Engineering > Textile Engineering

TEDxDaffodilU এর (প্রথম ইভেন্ট) ভিডিও দেখার আমন্ত্রণ

(1/1)

Md. Al-Amin:
প্রিয় ড্যাফোডিলিয়ান,

 

আপনারা অনেকেই অবগত আছেন যে, ২০১৮ সালের ১৩ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি TEDxDaffodilU নামের একটি অনুষ্ঠান সম্পন্ন করে, যার মূল উদ্দেশ্য ছিল সমকালীন বিভিন্ন প্রসঙ্গে নানাবিধ ইউনিক আইডিয়া সবার সামনে নিয়ে আসা।


TEDx পৃথিবীর সবচেয়ে বড় আইডিয়া শেয়ারিং প্ল্যাটফর্ম। ১৩৫টি দেশে এ ইভেন্ট হোস্ট করা হয়েছে এবং এ প্ল্যাটফর্ম প্রতি মাসে ১ (এক) বিলিয়নেরও বেশি ভিউ পায়। TEDx এমন কিছু আইডিয়াকে সামনে নিয়ে আসে, যা আগে কেউ কখনো ভাবেনি, যে আইডিয়াগুলো আমাদের মনে দাগ কেটে যায় এবং নতুন ভাবনার জন্ম দেয়। সে আইডিয়াগুলো ফলপ্রসূ করতে আমরা তখন ব্যতিব্যস্ত হয়ে যাই, যা আমাদের আত্ম-উন্নয়নের দোরগোঁড়ায় পৌঁছে দেবার পাশাপাশি সমাজে বিভিন্ন ভ্যালু সংযোজন করতে সহায়ক হয়। পৃথিবীর আনাচে-কানাচে লুকিয়ে থাকা এসব ইউনিক চিন্তা আমাদের ধ্যান- ধারণাকে পাল্টে দেয় এবং আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়।



সে প্রয়াসেই আমাদের প্রথম ইভেন্টটি সম্পন্ন হয়েছে এবং এর ভিডিওগুলো TEDx তাদের প্ল্যাটফর্মে আপলোড করেছে। আমরা সবাইকে সে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যেন এখান থেকে কোনো এক বা একাধিক ভিডিও আপনার চিন্তার মোড়কে ঘুরিয়ে দিতে পারে আরেকটু ভালোর দিকে এবং সেটাই হয়ে যায় আপনার জীবনের টার্নিং পয়েন্ট। ভিডিওগুলো দেখার পর নিজ নিজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যেন আপনার পরিচিত সবাই তা দেখতে পারে এবং একই সাথে নিজেরাও এই রকম এক আইডিয়া প্ল্যান করতে অনুপ্রাণিত হন।


Video 1: Interlinking Family, Industry & Academia | Hossain Khalid

Video 2: I'm a Teenpreneur, is that my fault? | Masum Akando

Video 3: Speed of Mind: The Brain Science Leader | Ayesha Jahan Bibha

Video 4: Bonomaya - A Tale of Trees | All Stars Daffodil

Video 5: Bangladesh: The Beginning of a STEAM Revolution | Team Bangladesh

Video 6: Walking Beyond Comfort Zone - A Mother, Dreamer & Professional | Kaniz Fatema

Video 7: Creating Strong Women before Creating Opportunities | Zaiba Tahyya

Video 8: Algorithm of Happiness | Quazi M Ahmed

Video 9: Journey to Happiness - Step Back, Let Go & A Meaningful Start | Mahfuz Russel

Video 10: Dreams to Reality | Ayman Sadiq

 

এখন থেকে আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটির আয়োজন করতে চাই এবং সেজন্য আপনাদের সবার পরামর্শ আমাদের খুবই প্রয়োজন। যেমন:

পরবর্তী প্রোগ্রামে আমন্ত্রিত স্পীকার কে বা কারা হতে পারেন
কোন আইডিয়াটি পুরো বিশ্বের জানা উচিৎ বলে আপনার মনে হয়?

এছাড়াও এ ইভেন্ট সম্পর্কিত যেকোনো ফিডব্যাক থাকলে দোয়া করে নিচের লিঙ্কে শেয়ার করুন -

https://bit.ly/2GrKklx

Kazi Rezwan Hossain:
Nice

Navigation

[0] Message Index

Go to full version