Faculty of Engineering > Textile Engineering
"পাই" (π) নিয়ে কিছু কথা"
(1/1)
Touhidul Islam:
পাইঃ
>> একটা বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাত হলো পাই।বৃত্তটি ছোট হোক বা বড় সর্বদাই তার পরিধি ও ব্যাসের অনুপাত হবে পাই।
>> গানিতিক ইতিহাস অনুযায়ী, আজ থেকে চার হাজার বছর আগেও ব্যাবিলনের মানুষেরা π এর ব্যাপারে জানত।
>> খ্রীষ্টপূর্ব ১৫০ সালে গনিতবিদ,ত্রিকোণমিতির জনক টলেমি প্রথম পাই এর মান নিনয় করেন।
>> ১৭৬১ সালে জোহান হেনরিখ ল্যাম্বার্ট প্রমান করে গেছেন যে, π হলো অমূলদ সংখ্যা অর্থাৎ
এটিকে কখনো দুটি পুর্ন সংখ্যার
ভগ্নাংশ রুপে প্রকাশ করা যাবে না,যার মান কোনদিনই শেষ হবে না এবং এটি দশমিকের পর অসীম পর্যন্ত বিস্তৃত হবে, খুব সহজ ভাবে এক কথায় বললে বলা যায় আমরা কখনোই পাই এর সঠিক মান নির্ণয় করতে পারব না। পাইয়ের মান কোনদিনই শেষ হবে না।
>> পৃথিবীর পরিধি, ব্যাস, ব্যাসার্ধ অতি সুক্ষ্ম ভাবে নির্নয় করার জন্য নাসার বিজ্ঞানীরা দশমিকের পর ৩৯ ঘর পর্যন্ত π এর মান ব্যবহার করেন।
>> π এর ব্যাপারে ৫০০ সালে ভারতীয় উপমহাদেশের গনিতবিদ আর্যভট্ট একটি মজার সুত্র ও ধারনা দিয়েছেন। তার মতে, (১০০+৪)×৮+৬২০০০÷২০০০০=৩.১৪১৬/π
>> ১৪ ই মার্চ কে পাই দিবস পালন করা হয়। আমেরিকান ক্যালেন্ডার অনুযায়ী, ৩ কে ধরা হয়েছে মাসের সংখ্যা যা মার্চ মাস আর ১৪ তারিখ।
স্যার আলবার্ট আইনস্টাইনঃ
>> স্যার আলবার্ট আইনস্টাইন ১৮৭৯ সালের ১৪ ই মার্চ জার্মানীর উল্ম শহরে জন্মগ্রহন করেন।
>> তিনি ১৯২১ সালে ফটোইলেক্ট্রিক ইফেক্টস এর সূত্র আবিষ্কার করার ফলে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
>> এছাড়াও তাঁর আপেক্ষিকতার তত্ত্ব (Theory of Relativity) এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র (Mass-Energy Equivalence Formula) E=mc^2 আধুনিক পদার্থ বিজ্ঞান এবং কোয়ান্টাম মেকানিক্স এর ভিত্তি স্তম্ভগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য হয়ে থাকে।
>> তিনি ১৮ এপ্রিল, ১৯৫৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরের Princeton Medical Center at Plainsboro তে মৃত্যু বরণ করেন।
omarsharif:
Informative text :)
Anuz:
Informative one.......... :)
Kazi Rezwan Hossain:
Informative
Navigation
[0] Message Index
Go to full version