General Category > Common Forum

ইন্দ্রের পরাজয়-

(1/1)

Mohammad Nazrul Islam:

কাজ বাকী দিবা শেষে-
পূর্বাকাশে উঠিল সন্ধ্যা তারা,
কোলাহল চিরে সচলা পথ
আধাঁরে পড়িল সারা।।

প্যাচাঁ তাই, অ্যাপ-ছায়
চলিল নিন্দ্রা তুরে-
শংঙ্খ-নিনাদে করুণ ড্যাহতি
বাজিল ইন্দ্রপুরে।

জীবনের গীত গাওয়া
যত ছিল চাওয়া-পাওয়া
সূর্য্য দিগল বারি-ধারা
ডুবিল বুঝি অসীম অনন্তে-।।

এসো সখি, বস মন-মন্দিরায়
প্রেমের আচঁল খানা-পতি,
ঐ ডাকেঁ যুই শাখে-
ডাহুক কানা-পাতি।।

ছেড়ে দিয়ে সব গান
মনের কাছে পাত কান
শুণ, সূর লহরিতে ল‘য়
দত্যলোকে হয় বুঝি-
এবার ইন্দ্রের পরাজয়।।

Navigation

[0] Message Index

Go to full version