মেবাইল ফোনে থাকা কুরআন যদি অজু ছাড়া পড়ে তাহলে গুনাহ হবে না সওয়াব হবে?

Author Topic: মেবাইল ফোনে থাকা কুরআন যদি অজু ছাড়া পড়ে তাহলে গুনাহ হবে না সওয়াব হবে?  (Read 1952 times)

Offline abbas

  • Newbie
  • *
  • Posts: 28
  • Test
    • View Profile

উত্তর: মোবাইল ফোনে অজু ছাড়া কুরআন তেলাওয়াত জায়েজ এবং এতে সওয়াবও হবে।

যদি স্ক্রিনে কুরআন খোলা থাকে তাহলে অজু ছড়া তা হাতে নেয়া এবং স্ক্রিন ছাড়া অন্য দিকে স্পর্শ করাও জায়েজ। কিন্তু অজু ছাড়া স্ক্রিনে স্পর্শ না করাই উত্তম।

সূত্র: ডেইলি জঙ্গ (আপ কি মাসায়েল আওর উন কা হল -ফতোয়ায়ে শামী ১/১৭৩, কিতাবুত তাহারা, সুনানুল গুসল, ঈযায ২৯২, কিতাবুত তাহারা, বাবুল হায়েয)