DIU Activities > Store Management

আসুন Autophagy সম্পর্কে জানি, রোজার গুরুত্ব অনুধাবন করি।

(1/1)

emamsharif:
আমি তো জানি আপনার ধর্মে বিশ্বাস নাই,তাহলে
#রোজা রাখছেন যে?

ভদ্রলোক যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ভার্জিনিয়া টেক থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, জব করছেন একটা প্রাইভেট ফার্মের উঁচু পদে , তার সাথেই কথা হচ্ছিল ।

-তোমরা যাকে রোজা বল, আমি তাকে বলি ‘অটোফেজি।রোজার মাসে খাবার-দাবারের ঝামেলা, তাই এই মাসটা আমি অটোফেজি করি ।
-‘অটোফেজি!!! এটা আবার কি?

-তুমি ‘অটোফেজি বোঝ না? তোমাদের রোজার উপর গবেষণা করে জাপানি গবেষক #ওশিনরি_ওসুমি ২০১৬ সালে ‘অটোফেজি আবিষ্কার করে নোবেল নিয়ে নিল ! আর তুমি ‘অটোফেজি বোঝ না !

-নড়েচড়ে বসলাম, একটু বুঝিয়ে বলেন তো ?

-অটোফেজি শব্দটি এসেছে গ্রিক শব্দ #অটো ও #ফাজেইন থেকে। #বাংলায়_এর_অর্থ_হচ্ছে—আত্ম ভক্ষণ বা নিজেকে খেয়ে ফেলা।

-কি সাংঘাতিক! বলেন কি ?

-উপবাসের সময় আমাদের শরীরের সক্রিয় কোষ গুলো চুপচাপ বসে না থেকে সারা বছরে তৈরী হওয়া ক্ষতিকারক আর নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে ফেলে শরীরকে নিরাপদ আর পরিষ্কার করে দেয়। এটাই ‘অটোফেজি।

‘অটোফেজি আবিষ্কারের পর থেকে পৃথিবীর বিভিন্ন ধর্মের বা ধর্ম মানে না অনেক স্বাস্থ্য সচেতন মানুষ সারা বছরে বিভিন্ন সময়ে ‘অটোফেজি করে শরীরটাকে সুস্থ রাখে ।

#জেনে_অবাক_হবে, ‘অটোফেজি তে ক্যান্সারের জীবণুও মারা যায় !

-কিছুটা সময় নিশ্চুপ হয়ে বসে রইলাম । আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মনটা খুব নরম হয়ে গেল ।

-কি হলো চুপ হয়ে গেলে যে ?

-আপনার কি মনে পড়ে আমাকে বলেছিলেন ‘তোমাকে অভুক্ত রেখে তোমার স্রষ্টা খুশি হয় কি করে ? সেদিনের আপনার এ কথার জবাব আজ পেয়ে গেছি । আমার আল্লাহ #তাঁকে (আল্লাহকে) খুশী করার কথা বলে রোজার মাধ্যমে আমাকে সুস্থ রাখছেন ।

#কী_অবাক_করা_বিষয়
‘অটোফেজি আবিষ্কার হলো ২০১৬ তে, অন্য ধর্মাবলম্বীরা এখন ‘অটোফেজি করছে এর উপকারীতা জেনে । আর মুসলিমরা ‘অটোফেজি করে আসছে হাজার বছর ধরে কিছু না জেনে; শুধু বিশ্বাস করে ।

অনেক কিছুতেই হয়তো আপনি মানে খুঁজে পাননা কিন্তু এটাই সত্য যে--- #ইসলামে_অকল্যাণের_কিছু_নেই ॥
-আমি তো জানি আপনার ধর্মে বিশ্বাস নাই,তাহলে
#রোজা রাখছেন যে?

ভদ্রলোক যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ভার্জিনিয়া টেক থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, জব করছেন একটা প্রাইভেট ফার্মের উঁচু পদে , তার সাথেই কথা হচ্ছিল ।

-তোমরা যাকে রোজা বল, আমি তাকে বলি ‘অটোফেজি।রোজার মাসে খাবার-দাবারের ঝামেলা, তাই এই মাসটা আমি অটোফেজি করি ।
-‘অটোফেজি!!! এটা আবার কি?

-তুমি ‘অটোফেজি বোঝ না? তোমাদের রোজার উপর গবেষণা করে জাপানি গবেষক #ওশিনরি_ওসুমি ২০১৬ সালে ‘অটোফেজি আবিষ্কার করে নোবেল নিয়ে নিল ! আর তুমি ‘অটোফেজি বোঝ না !

-নড়েচড়ে বসলাম, একটু বুঝিয়ে বলেন তো ?

-অটোফেজি শব্দটি এসেছে গ্রিক শব্দ #অটো ও #ফাজেইন থেকে। #বাংলায়_এর_অর্থ_হচ্ছে—আত্ম ভক্ষণ বা নিজেকে খেয়ে ফেলা।

-কি সাংঘাতিক! বলেন কি ?

-উপবাসের সময় আমাদের শরীরের সক্রিয় কোষ গুলো চুপচাপ বসে না থেকে সারা বছরে তৈরী হওয়া ক্ষতিকারক আর নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে ফেলে শরীরকে নিরাপদ আর পরিষ্কার করে দেয়। এটাই ‘অটোফেজি।

‘অটোফেজি আবিষ্কারের পর থেকে পৃথিবীর বিভিন্ন ধর্মের বা ধর্ম মানে না অনেক স্বাস্থ্য সচেতন মানুষ সারা বছরে বিভিন্ন সময়ে ‘অটোফেজি করে শরীরটাকে সুস্থ রাখে ।

#জেনে_অবাক_হবে, ‘অটোফেজি তে ক্যান্সারের জীবণুও মারা যায় !

-কিছুটা সময় নিশ্চুপ হয়ে বসে রইলাম । আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মনটা খুব নরম হয়ে গেল ।

-কি হলো চুপ হয়ে গেলে যে ?

-আপনার কি মনে পড়ে আমাকে বলেছিলেন ‘তোমাকে অভুক্ত রেখে তোমার স্রষ্টা খুশি হয় কি করে ? সেদিনের আপনার এ কথার জবাব আজ পেয়ে গেছি । আমার আল্লাহ #তাঁকে (আল্লাহকে) খুশী করার কথা বলে রোজার মাধ্যমে আমাকে সুস্থ রাখছেন ।

#কী_অবাক_করা_বিষয়
‘অটোফেজি আবিষ্কার হলো ২০১৬ তে, অন্য ধর্মাবলম্বীরা এখন ‘অটোফেজি করছে এর উপকারীতা জেনে । আর মুসলিমরা ‘অটোফেজি করে আসছে হাজার বছর ধরে কিছু না জেনে; শুধু বিশ্বাস করে ।

অনেক কিছুতেই হয়তো আপনি মানে খুঁজে পাননা কিন্তু এটাই সত্য যে--- #ইসলামে_অকল্যাণের_কিছু_নেই ॥
আমি তো জানি আপনার ধর্মে বিশ্বাস নাই,তাহলে
#রোজা রাখছেন যে?

ভদ্রলোক যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ভার্জিনিয়া টেক থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, জব করছেন একটা প্রাইভেট ফার্মের উঁচু পদে , তার সাথেই কথা হচ্ছিল ।

-তোমরা যাকে রোজা বল, আমি তাকে বলি ‘অটোফেজি।রোজার মাসে খাবার-দাবারের ঝামেলা, তাই এই মাসটা আমি অটোফেজি করি ।
-‘অটোফেজি!!! এটা আবার কি?

-তুমি ‘অটোফেজি বোঝ না? তোমাদের রোজার উপর গবেষণা করে জাপানি গবেষক #ওশিনরি_ওসুমি ২০১৬ সালে ‘অটোফেজি আবিষ্কার করে নোবেল নিয়ে নিল ! আর তুমি ‘অটোফেজি বোঝ না !

-নড়েচড়ে বসলাম, একটু বুঝিয়ে বলেন তো ?

-অটোফেজি শব্দটি এসেছে গ্রিক শব্দ #অটো ও #ফাজেইন থেকে। #বাংলায়_এর_অর্থ_হচ্ছে—আত্ম ভক্ষণ বা নিজেকে খেয়ে ফেলা।

-কি সাংঘাতিক! বলেন কি ?

-উপবাসের সময় আমাদের শরীরের সক্রিয় কোষ গুলো চুপচাপ বসে না থেকে সারা বছরে তৈরী হওয়া ক্ষতিকারক আর নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে ফেলে শরীরকে নিরাপদ আর পরিষ্কার করে দেয়। এটাই ‘অটোফেজি।

‘অটোফেজি আবিষ্কারের পর থেকে পৃথিবীর বিভিন্ন ধর্মের বা ধর্ম মানে না অনেক স্বাস্থ্য সচেতন মানুষ সারা বছরে বিভিন্ন সময়ে ‘অটোফেজি করে শরীরটাকে সুস্থ রাখে ।

#জেনে_অবাক_হবে, ‘অটোফেজি তে ক্যান্সারের জীবণুও মারা যায় !

-কিছুটা সময় নিশ্চুপ হয়ে বসে রইলাম । আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মনটা খুব নরম হয়ে গেল ।

-কি হলো চুপ হয়ে গেলে যে ?

-আপনার কি মনে পড়ে আমাকে বলেছিলেন ‘তোমাকে অভুক্ত রেখে তোমার স্রষ্টা খুশি হয় কি করে ? সেদিনের আপনার এ কথার জবাব আজ পেয়ে গেছি । আমার আল্লাহ #তাঁকে (আল্লাহকে) খুশী করার কথা বলে রোজার মাধ্যমে আমাকে সুস্থ রাখছেন ।

#কী_অবাক_করা_বিষয়
‘অটোফেজি আবিষ্কার হলো ২০১৬ তে, অন্য ধর্মাবলম্বীরা এখন ‘অটোফেজি করছে এর উপকারীতা জেনে । আর মুসলিমরা ‘অটোফেজি করে আসছে হাজার বছর ধরে কিছু না জেনে; শুধু বিশ্বাস করে ।

অনেক কিছুতেই হয়তো আপনি মানে খুঁজে পাননা কিন্তু এটাই সত্য যে--- #ইসলামে_অকল্যাণের_কিছু_নেই ॥

(সংগৃহীত)

Navigation

[0] Message Index

Go to full version