ফ্লিপকার্টের ৬০% শেয়ার কিনতে চায় অ্যামাজন
ভারতের ক্রমবর্ধমান ই-কমার্স খাতে অ্যামাজনকে টেক্কা দিতে স্থানীয় ফ্লিপকার্টের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে মার্কিন বহুজাতিক রিটেইল করপোরেশন ওয়ালমার্ট। এ বিষয়ে ফ্লিপকার্ট ও ওয়ালমার্টের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু হঠাৎ করেই এ অধিগ্রহণ প্রক্রিয়ায় প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে অ্যামাজন। খবর সিএনবিসি।
ফ্লিপকার্টের ৬০ শতাংশ শেয়ার কেনার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। পাশাপাশি ওয়ালমার্টের সঙ্গে ক্রয়চুক্তি বাতিলের জন্য ফ্লিপকার্টকে ২০০ কোটি ডলার ব্রেকআপ ফি দেয়ারও প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্রেকআপ ফি বলতে এ ক্রয়চুক্তি সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রক্রিয়া পরিচালনায় যে অর্থ খরচ হবে, তা বুঝানো হয়েছে।
সিএনবিসির তথ্যমতে, ফ্লিপকার্টের বিনিয়োগকারী ও প্রতিষ্ঠাতারা ওয়ালমার্টের সঙ্গে চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা শচীন বানসালও ওয়ালমার্টের সঙ্গেই চুক্তিতে যাওয়ার পক্ষে। কিন্তু এ পরিস্থিতিতে অ্যামাজনের শেয়ার অধিগ্রহণ প্রস্তাব কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে অ্যামাজনের পক্ষ থেকেও ফ্লিপকার্ট প্রতিষ্ঠাতাদের সঙ্গে প্রতিযোগিতাহীন একটি চুক্তির জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে।
রয়টার্স এর আগে এক প্রতিবেদনে জানায়, আগামী জুনের শেষ দিকে ওয়ালমার্ট ফ্লিপকার্টের সিংহভাগ শেয়ার কেনার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। ফ্লিপকার্টের সঙ্গে মার্কিন দুই প্রতিষ্ঠানের যেকোনো একটির চুক্তি ভারতের ক্রমবর্ধমান ই-কমার্স বাজারে অ্যামাজন ও ওয়ালমার্টের মধ্যে লড়াই তৈরি করে দিতে পারে। এ দুই প্রতিষ্ঠান ভারতীয় একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের বিনিয়োগকারী তালিকায় রয়েছে। ফ্লিপকার্টের শেয়ার কেনার চুক্তি সম্পন্নে শিগগিরই ওয়ালমার্টের একটি বৈশ্বিক দল ভারতে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
বিষয়টি ঘিরে ফ্লিপকার্টের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ওয়ালমার্টের এক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এদিকে অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, তারা গুজবনির্ভর কোনো আলোচনার বিষয়ে মন্তব্য করে না।
Source:
http://bonikbarta.net/bangla/news/2018-05-04/156547/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%AC%E0%A7%A6--%E0%A6%B6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8/