Health Tips > Skin

এই গরমে ত্বক বাঁচাতে বাড়িতেই বানিয়ে নিন সিরাম

(1/1)

smsirajul:
তাপমাত্রার পারদ এখনও উর্দ্ধমুখী। মাঝে দু-এক পশলা বৃষ্টি আর কালবৈশাখীর দৌলতে ঘণ্টা খানেকের জন্য স্বস্তি মিললেও প্যাচপেচে গরমের ঠেলায় সকলেই নাজেহাল। এই গরমে সবচেয়ে আগে আর সবচেয়ে বেশি ক্ষতি হয় ত্বকের। ত্বকের নানা সমস্যা এই সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে। কালচে ছোপ, ট্যান ইত্যাদি আরও নানা সমস্যা একের পর এক বাড়তে থাকে।

গরমে বাড়তে থাকা ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে মোক্ষম দাওয়াই হল ‌ভিটামিন-সি। এই গরমের হাত থেকে ত্বককে বাঁচাতে তাই অনেকেই ভিটামিন-সি সমৃদ্ধ সিরাম ব্যবহার করেন। বাজারে ২০০ টাকা থেকে ১২০০ টাকা— বিভিন্ন দামে এই সিরাম কিনতে পাওয়া যায়। তবে বাড়িতেও এই সিরাম বানিয়ে নিতে পারেন একেবারে সামান্য খরচে। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে বাড়িতে বানাবেন ভিটামিন-সি সিরাম...

ভিটামিন-সি সিরাম বানানোর পদ্ধতি:

২ চামচ গোলাপ জলের সঙ্গে আধা চামচ ভিটামিন-সি পাউডার মিশিয়ে নিন।

এ বার এর সঙ্গেই মিশিয়ে নিন ২ চামচ ভেজিটেবল গ্লিসারিন। এ বার এই মিশ্রণ ঘণ্টা খানেক ফ্রিজে রেখে দিন।

ঘণ্টা খানেক পর মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে এর সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ব্যস, ত্বকের যত্ন নিন বাড়িতে তৈরি ভিটামিন-সি সিরামে। তবে হ্যাঁ, যাঁদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তাঁরা ভিটামিন-সি পাউডার কিছুটা কম পরিমাণে ব্যবহার করবেন।

Navigation

[0] Message Index

Go to full version