Faculties and Departments > Faculty Forum
চুল গজানোর কার্যকরি টিপস
shirin.ns:
মাথার চুল পড়ে টাক হয়ে যাচ্ছে। এ সমস্যা দূর করতে আমরা চুল পড়া কমানোর উপায় খুজি। কিন্তু যে চুলগুলো উঠে টাক পড়ে গেছে, সেটা ঢাকতে কি করি? এখন টাকমাথা নিয়ে ভাবুন। এবার চুল গজাবেই। তার জন্য থাকলো কার্যকরি টিপস-
সম্প্রতি মাথায় চুল গজানোর সহজ ও প্রাকৃতিক কৌশল জানিয়েছে জনপ্রিয় লাইফস্টাইল ম্যাগাজিন ডে বাই ডে থ্রি সিক্সটি ফাইভ।
ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে খুব সহজ কিছু উপকরণের কথা বলা হয়েছে। যেগুলো দিয়ে তৈরি মিশ্রণটি নিয়মিত খেলে টাক মাথায়ও চুল গজাবে, তাও খুব অল্প সময়েই।
চুল গজানোর মিশ্রণ তৈরিতে প্রয়োজন:
তিসি তেল ২০০ গ্রাম
পাতি লেবু ৪টি
মধু ১ কেজি
রসুনের কোয়া ৩টি।
যেভাবে তৈরি করবেন:-
প্রথমে রসুন আর পাতি লেবু ছোট ছোট টুকরো করে এক সঙ্গে ব্লেন্ড করে নিন। এবার তিসি তেল ও মধু মিশিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো আপনার ম্যাজিক মিশ্রণ। এবার এই মিশ্রণ একটি পাত্রে ভরে ফ্রিজে রাখুন।
প্রতিদিন খাবার খাওয়ার আগে এক চা-চামচ করে এই মিশ্রণ খেয়ে নিন। যদি ঠাণ্ডা খেতে সমস্যা হয়, তাহলে আগেই ফ্রিজ থেকে এক চামচ মিশ্রণ বের করে রুম টেম্পারেচারে এনে নিন।
চুল গজানোর পাশাপাশি এটি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে।
আর তাই চুল পড়ার সমস্যা না থাকলেও সুস্থ থাকতে এই মিশ্রণ সবাই সারা বছর খেতে পারি।
tasnim.eee:
Thanks for sharing
nusrat.eee:
Nice post.
sayma:
good to know
Shahnoor Rahman:
Thanks for Sharing. :) :)
Shah-Noor Rahman
Assistant Professor
Business Administration
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version