লনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর আজ (১৬ জুন ২০১৯) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন।এ সময় নবনিযুক্ত সদস্য প্রফেসর আলমগীর বলেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে তরুণ প্রজন্ম তৈরি করাই হবে ইউজিসিতে তার যোগদানের মূল উদ্দেশ্য। গত ১২ জুন ২০১৯ তারিখে প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ও প্রফেসর ড. সাজ্জাদ হোসেনকে ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। একই দিন প্রফেসর দিল আফরোজা বেগম ও প্রফেসর সাজ্জাদ হোসেন যোগদান করেন।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর আলমগীর দুই মেয়াদে কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং হল প্রভোস্টের দায়িত্ব পালন করেন।
Source:
https://www.ittefaq.com.bd/education