বাংলাদেশ ক্রিকেট টিমের অফিসিয়াল সাইটের ব&#250

Author Topic: বাংলাদেশ ক্রিকেট টিমের অফিসিয়াল সাইটের বú  (Read 2003 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
বিশ্বকাপ দোরগোড়ায়, কোটি কোটি টাকা খরচ করে চলছে বিমানবন্দর, সড়কপথ, স্টেডিয়াম এর উন্নয়নের কাজ । দেশের মাটিতে এই প্রথম এত বড় কোন আসর বসছে, উৎসবে ঘাটতি না থাকা চাই ।

এর সঙ্গে আছে বড় বড় সব কনসার্টর আয়োজন । দেশীয়, শ্রীলন্কান শিল্পীরাতো আছেই । আছেন বলিউডি তারকারাও, কতশত আয়োজন ! ভার্চুয়াল জগতেও ক্রিয়ামোদীরা মেতেছে ক্রিকেট উৎসবে । ফেসবুকে স্ট্যটাস, প্রোফাইল পিকচার, টুইটারে অগণিত টুইট ভেসে আসছে প্রতি মূহুর্তে ।

কিন্তু যারা নেটে অফিসিয়াল কোন তথ্য জানতে চাইবেন তাদের কোন পথ নেই । কোন আগাছার মতো গজিয়ে ওঠা কোন কপিপেস্ট নিউজসাইটে বা তামিম-সাকিবদের ভুয়া টুইটার একাউন্ট বা ফেসবুক ফ্যানপেজেই যেতে হবে । দেশের সবচেয়ে ধনী ক্রিয়া সংস্থাটি যে ইন্টারনেট সম্বন্ধে বড়ই বিরাগী ।

২০০৪ সালের শেষের দিকে ওয়েবজগতে আসার তাগিদ অনুভব করে বিসিবি । ব্র্যান্ড নেম হিসেবে বেছে নেয়া হয় TigerCricket.com ডোমেইনটি । তারপর কয়েক বছর কষ্টে শিষ্টে চালায় এর কার্যক্রম । প্রথম প্রথম দেশে সম্প্রচার না হওয়া দেশের বাইরের সিরিজের ছবিও পাওয়া যেত সাইটটিতে ।




এমন সময় উচিত ছিল টিমের ও উন্নয়ন কাজগুলোর প্রতিমূহূর্তের আপডেট সাইটটিতে থাকা । বিদেশী দর্শকদের বাংলাদেশ ও এর পর্যটন সম্বন্ধে ধারনা স্বচ্ছ করা, তাদের আবাসন, গাইড, ভ্রমন নিয়ে দিক নির্দেশনা দেয়া ।

এত বড় বড় আয়োজন সম্পন্ন করে ফেলা ক্রিকেট বোর্ডের সাইটের কেন এই ভূতুরে অবস্থা তা এক রহস্যই বটে । সাইটের নিচে পাওয়া যাবে স্পন্সরদের পসরা । এদের কাছ থেকে ২০০টাকা করে নিলেও দেশের প্রোগ্রামার একটা নূন্যতম শোকেস টাইপের সাইটও বানিয়ে দিতে পারতেন বলে আমাদের বিশ্বাস ।