জলবায়ু পরিবর্তনে হুমকিতে মৎস্য সম্পদ

Author Topic: জলবায়ু পরিবর্তনে হুমকিতে মৎস্য সম্পদ  (Read 776 times)

Offline shirin.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 343
  • Test
    • View Profile
জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জীবনযাত্রার পাশাপাশি পরিবেশ ও মৎস্য সম্পদের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে সব উন্নয়ন প্রকল্পে সমন্বয় প্রয়োজন। উন্নয়ন টেকসই ও সরকারি দফতরের সমন্বয় না থাকলে পরবর্তীতে মৎস্য সম্পদ হুমকির মুখে পড়বে।
পটুয়াখালী জেলা মৎস্য অফিসের আয়োজনে সোমবার (০৮ জুলাই) সকালে শহরের কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘জলবায়ু পরিবর্তনে মৎস্য সম্পদে প্রভাব’ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।

সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতরের উপ-পরিচালক মো. অলিউর রহমান।

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কামরুল ইসলাম।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে যারা সরকারি সব উন্নয়নের (বিশেষ করে বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, কৃষি অধিদফতর, এলজিইডি) সঙ্গে যুক্ত তাদের সব উন্নয়ন প্রকল্পে মৎস্য বিভাগের সমন্বয় প্রয়োজন।

এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহের সভাপতিত্বে কর্মশালায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন ড. লোকমান আকন, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহিদুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, তরুণ সংগঠনের প্রতিনিধি ও জেলে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Shirin Sultana
Lecturer (Mathematics)
Dept. of General Educational Development (GED)
Daffodil International university

Offline fahmidasiddiqa

  • Full Member
  • ***
  • Posts: 229
  • Test
    • View Profile

Offline nusrat.eee

  • Sr. Member
  • ****
  • Posts: 266
  • Test
    • View Profile