দ্বীপটিতে ফ্রি থেকে-খেয়ে উল্টো পাবেন ৪৯ হাজার টাকা

Author Topic: দ্বীপটিতে ফ্রি থেকে-খেয়ে উল্টো পাবেন ৪৯ হাজার টাকা  (Read 931 times)

Offline thowhidul.hridoy

  • Full Member
  • ***
  • Posts: 185
  • Test
    • View Profile
গ্রিসের রাজধানী এথেন্স থেকে উড়োজাহাজে করে ৪৫ মিনিটের পথ দ্বীপটির নাম অ্যান্টিক্যাথেরা। মজার বিষয় হলো এখানে বসবাসের জন্য গ্রিস সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে দেয়া হয় বিনামূল্যে বাড়ি ও খাবার। শুধু তাই-ই নয় সেখানে বসবাস করলে উল্টো সরকার ভেবে ৫০০ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ হাজার ৬০০ টাকা।
বর্তমানে এই দ্বীপে মাত্র ২৪ জন মানুষের বাস। গ্রিস প্রশাসন চাইছে সেখানকার জনসংখ্যা বাড়াতে। তাই বাইরে থেকে মানুষ এনে এখানে জনসংখ্যা বৃদ্ধির চেষ্টা করছে প্রশাসন।

তবে গ্রিস সরকার সেই সব পরিবারকে অগ্রাধিকার দিতে চাইছে যাদের অন্তত ৩টি সন্তান রয়েছে। এই দ্বীপে বিদ্যুৎ, ইন্টারনেট সবই আছে। তাই নিরিবিলি এই দ্বীপে বসবাস করতে চিলে দ্রুতই গ্রিসে চলে যান। এই সুযোগ কিন্তু দিতিয়বার আসে না!
Md. Thowhidul Islam
Asst. Administrative Officer (Hall)
Daffodil International University (DIU), PC

Cell: 01847334814
Web: www.daffodilvarsity.edu.bd