Science & Information Technology > Science Discussion Forum
"এবার নিজেই পরীক্ষা করুন আপনার অ্যান্টিভা
tanbir:
"এবার নিজেই পরীক্ষা করুন আপনার অ্যান্টিভাইরাসের কার্যকারিতা"
আমরা যে অ্যান্টিভাইরাস ব্যবহার করি তার আপডেট করা নিয়ে আমাদের ব্যাপক উৎসাহ থাকলেও এর কার্যকারিতার ব্যাপারে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই উদাসীন। হয়ত আমরা অনেকে জানিও না আমাদের কম্পিউটারের সমস্যাগুলোর কারণগুলো। অ্যান্টিভাইরাসের কার্যকারিতা পরীক্ষা করার জন্য নিচের টিপসটি আপনাদের কাজে লাগতে পারে।
→প্রথমে নোটপ্যাডে নিচের কোডটি পেষ্ট করুন।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
→ এবার এই ফাইলটি যেকোনো নামে এবং .com এক্সটেনশনে সেভ করুন। (যেমন: virus.com)
→ এবার ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
যেকোনো অ্যান্টিভাইরাস এখন এটিকে ভাইরাস হিসেবে কাউন্ট করবে। যদি দেখেন অ্যান্টিভাইরাস এটিকে ভাইরাস হিসেবে কাউন্ট করেনি তাহলে অ্যান্টিভাইরাস চেইন্জ করুন। এটি যেকোনো অ্যান্টিভাইরাস টেষ্ট করার জন্য ব্যাবহার করা হয়।
[বি.দ্র.: ভয়ের কিছু নেই। কারণ এটি আপনার কম্পিউটারের কোনো ক্ষতি করবে না]
poppy siddiqua:
Thanks for the interesting post.
sharifa:
Thanks for your necessary post.
Masuma Parvin:
Nice information.Thanks sir for the post.
akabir:
Thank you sir.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version