স্মার্টফোনে নতুন বিস্ময় নিয়ে আসছে অপো

Author Topic: স্মার্টফোনে নতুন বিস্ময় নিয়ে আসছে অপো  (Read 1412 times)

Offline Rubaiya Hafiz

  • Full Member
  • ***
  • Posts: 103
    • View Profile
স্মার্টফোনের জন্য নতুন পর্দা প্রযুক্তি দেখিয়েছে অপো। ‘ওয়াটারফল স্ক্রিন’ নামের কার্ভড পর্দার একটি প্রোটোটাইপ ফোনের ছবিও উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এর আগেও কার্ভড পর্দার স্মার্টফোন বাজারে এনেছে অপো। এবারে পর্দা দুই পাশে আরও বাঁকিয়ে ৮৮ ডিগ্রি করা হয়েছে। ফলে তৈরি হয়েছে অস্বাভাবিক লম্বা একটি পর্দা।
ছবিতে নতুন এই পর্দা দেখতে ভালো লাগলেও পর্দার এই বাঁকানো বাড়তি অংশগুলো সংবেদনশীল হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। পর্দার এই অংশগুলোতে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ লাগলে কী হবে তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

পর্দা দুই পাশে বেশি বাঁকানো হওয়ার ফলে এতে পাওয়ার বাটন ও ভলিউম বাটনের জন্য জায়গা হয়নি। ফলে এই পর্দাওয়ালা স্মার্টফোনে বাটনগুলোর জন্য নতুন জায়গা বের করতে হবে

প্রতিষ্ঠানের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “উদ্ভাবনী ‘ওয়াটারফল স্ক্রিন’ নকশার মাধ্যমে অপো শীঘ্রই গ্রাহকদেরকে চমকপ্রদ এবং উদ্ভাবনী অভিজ্ঞতা দেবে।”